Site icon Trickbd.com

আপনার এন্ড্রয়েড ফোন কি অটোমেটিক স্লো হয়ে যাচ্ছে । নিয়ে নিন সমাধান ।

Unnamed

আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে
ভালো আছি।
এ পর্বে আপনাদের জন্য রয়েছে (আপনার
এন্ড্রয়েড ফোন কি
অটোমেটিক স্লো হয়ে যাচ্ছে ।নিয়ে নিন
সমাধান ।)

তো চলুন তাহলে শুরু করা যাক।
আমাদের সবার কাছ বেশ আর কম এন্ড্রয়েড
মোবাইল আছে।
অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল
অটোমেটিক স্লো অথবা হ্যাং হয়ে যায়,
অথবা দেখা যায়
যে মোবাইলের র্যাম অটোমেটিক
Use হয়ে যাচ্ছে।
যার কারণে আমাদের মোবাইল বেশির ভাগ

সময় স্লো থাকে ।
এটি এন্ড্রয়েড মোবাইল এর বিরাট
একটি সমস্যা।

আজকে আমি আপনাদেরকে এমন একটি
Software এর সাথে পরিচয় করিয়ে দিবো , যার
মাধ্যমে
আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে
পারেন।
প্রথমে আপনারা নিচের Download Link থেকে
Software
টি Download করে নিন।

ডাউনলোড করতে এখানে যান

তারপর অন্যান্য Software এর মত এই Software টি
আপনার মোবাইলে ইনস্টল করে নিন।
Software টি ইনস্টল হওয়ার পরে তা ওপেন করুন।
তাহলে নিচের মত দেখতে পাবেন।

এরপরে নিচের ছবিতে লাল দাগ দেওয়া
জায়গায় ক্লিক করুন এবং ৩৭ এর জায়গায় ১০০
করে দিন।

এটি না করলেও চলে , কারণ Software টি
নিজে নিজে কাজ
করে।
তারপর Apply করুন ।
এইতো কাজ শেষ।
আপনারা Software টি ওপেন করলে বাকিটা
বুঝতে পারবেন।
খুব সহজ একটী Software। আশাকরি Software টি
আপনাদের অনেক উপকারে আসবে।