Site icon Trickbd.com

[HOT] এন্ড্রয়েড এর জন্য Google নিয়ে এলো ভিডিও কলিং সফটওয়্যার Google Duo!

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আজ হাজির হলাম Google এর নতুন ভিডিও কলিং App টির ফিচার ও আনুষঙ্গিক বিষয়াদী নিয়ে।

অ্যাপটির নাম হচ্ছে Google Duo ! ভিডিও কলিংয়ে উন্নত সেবা দিতে ডুয়ো নামে অ্যাপ্লিকেশন উম্মুক্ত করেছে গুগল। দারুণ কিছু ফিচারের কারণে খুব স্বল্পতম সময়ে এটি প্লে স্টোরের শীর্ষে স্থান করে নিয়েছে। জনপ্রিয়তাও পেতে শুরু করেছে।
গুগলের এ অ্যাপের কথা প্রথম জানানো হয় চলতি বছরের মে মাসে গুগলের আই/ও সম্মেলনে। গত ১৬ আগস্ট অ্যান্ড্রয়েড ডিভাইস ও আইওএস প্ল্যাটফর্মে এটি উন্মুক্ত করা হয়।
সম্প্রতি প্লেস্টোরে ডাউনলোডে পোকেমন গোকে পিছনে ফেলে
এগিয়ে রয়েছে ডুয়ো।
এখন প্রথমেই জেনে নিই App টির ফিচার সম্পর্কে ।।

1st Screenshot:

2nd Screenshot:

Features:

-অ্যাপটিতে রয়েছে চমৎকারএবং সিম্পল ইন্টারফেস যা
অ্যাপটিকে আকর্ষনীয় করে তুলেছে ।

-লাইভ প্রিভিউ ফিচারের কারণে আপনাকে যিনি কল করেছেন তার ছবি কল রিসিভ করার আগেই দেখতে পাবেন ।Disable option ও আছে।

-হাই কোয়ালিটির ভিডিও ও দ্রুতগতির হওয়ার কারণে আপনার
কনভার্সেশান হবে স্বাচ্ছন্দময় ।

– দুর্বল ইন্টারনেটও কাজ করে গুগলের দাবি দুর্বল ইন্টারনেট
নেটওয়ার্ক ব্যবহার করেও ডুয়ো অ্যাপটি ব্যবহার করা সম্ভব। এমন কি কম গতির ইন্টারনেট থাকলেও এইচডি মুডে ভিডিও কল করা যাবে।

তো ডাওনলোড করুন- Download Here

নতুন ভার্সন ডাওনলোড বাটনের নিচেই পাবেন 🙂