এখন থেকেপ্রিজমা অ্যাপ ব্যবহার
করে ফটো ফিল্টার বসাতে
ইন্টারনেট সংযোগের প্রয়োজন
পড়বে না। ফিল্টার বসানোর
কাজও আগের চেয়ে দ্রুতগতিতে
শেষ হবে। আর্টিফিশিয়াল
ইন্টেলিজেনস তথা এআই চালিত
‘শৈল্পিক ফটো ফিল্টার’ দিয়ে
দ্রুত খ্যাতির শিখরে পৌঁছে
গেছে প্রিজমা অ্যাপ। তবে
অ্যাপটির ফিল্টার বসানোর
প্রক্রিয়ায় শুরু থেকেই কিছুটা
সমস্যা ছিল। ধীরগতির
পাশাপাশি ফটোতে প্রিজমা
এফেক্ট বসাতে চাইলে
নিরবিচ্ছিন্ন ইন্টারনেট
সংযোগের প্রয়োজন পড়তো।
.
.
এখন আর এই কাজে কোন
ইন্টারনেট সংযোগের প্রয়োজন
নেই। সম্প্রতি প্রতিষ্ঠানটি
তাদের আইওএস অ্যাপে ‘অফলাইন’
সক্ষমতা যুক্ত করেছে। কিছুদিনের
মধ্যে অ্যান্ড্রয়েডেও তা যুক্ত
করা হবে। অফলাইন সক্ষমতা যুক্ত
করায় ফোটো প্রক্রিয়াকরণ
আগের চেয়ে কয়েক সেকেন্ড
দ্রুততর হবে, কারণ এখন থেকে
ফটোগুলো ক্লাউড স্টোরেজে
আপ হয়ে পুনরায় সেখান থেকে
লোড হতে হবে না। তাছাড়া
সার্ভার বন্ধ হয়ে যাওয়ার
আশংকাও থাকছে না আর।
.
.
ফটো প্রক্রিয়াকরণে ব্যবহৃত
সার্ভারগুলো এখন ভিডিও’র জন্য
ব্যবহার করা হবে। বহু ফ্রেম প্রতি
সেকেন্ডের ফুটেজগুলো
প্রক্রিয়া করা হয়ত প্রিজমা
কর্তৃপক্ষের জন্য বেশ জটিল
প্রতীয়মান হবে। সর্বমোট ৫২
মিলিয়নের বেশিবার
ডাউনলোড করা প্রিজমা
অ্যাপের বর্তমানে প্রায় ৪
মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী
রয়েছে, দৈনিক হিসেবে। তবুও
অর্থ উপার্জনের চিন্তা বাদ
দিয়ে প্রতিষ্ঠানটি পণ্যের
দিকেই মনোনিবেশ করছে।