Site icon Trickbd.com

অটোমেটিক মিসডকল দেবার মজার সফটওয়্যার ! আপনার Girl Friend কে 1000 মিস কল দিন Only for Symbian

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

মিসকলে কেউবা বিরক্ত হন আবার কেউ কেউ মিসডকল না পেলে মন খারাপ করে বসে। বিশেষ করে আপনার গার্লফ্রেন্ডকে মিস করছেন
বলে ১০০ টা মিস কল দিলে কেমন খুশি হবে ভেবে দেখুন তো

বলে ফেলতে পারেন ১০০ টা মিসডকল দেয়া কি চাট্টিখানি কথা নাকি বাপু? আধাঘন্টা বাটন চাপতে চাপতে তো মোবইলের অবস্থাই কেরোসিন হয়ে যাবে, হাতের কথা না হয় বাদ ই দিলাম।.. তবে দাদা, আপনার সেটটি যদি সিমবিয়ান থার্ড এডিশনের (S60v3, V5) হয়, তবে লেগে পড়ুন স্বয়ংক্রিয়ভাবে মিসডকল দিতে! শুধূ মোবাইলে সেট করে দেবেন কতটি মিসডকল দিতে হবে.. 100, 200 বা 500 কোনো ব্যাপারই না! 100 টি মিসকল মাত্র 14 মিনিটেই দিয়ে দেবে

প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাওনলোড করে ইন্সটল দিন

Click Here Download

মোবাইলের Applications ফোল্ডার থেকে Jeer নামক সফটওয়্যারটি ওপেন করুন।

Option->Settings->Set Dialling Number এ প্রিয়জনের নম্বরটি বসিয়ে দিন।

Set Count এ কতটি মিসডকল দেবেন তার সংখ্যা বসিয়ে দিন।

এবার Start Dialling .. এ চাপ মারুন.

নাকে তেল দিয়ে শুয়ে পড়ুন! আপনার মোবাইল কিন্তু আটোমেটিক মিসডকল দেয়া শুরু করে দিয়েছে..

*********** Rules *************

1. কাউকে বিরক্ত করতে ব্যবহার করবেন না, শুধু প্রয়োজন মনে হলে ব্যবহার করুন।
2. ফোন হ্যাক করা না থাকলে সফটওয়্যারটি ইন্সটল করতে পারবেন না। Certificate error, File Corrupt বা Time Error দেখাবে
3. মিসডকল নেটওয়ার্কের উপর চাপ বাড়ায়, ব্যাপারটি মাথায় রাখবেন!
4.python লাগবে

আরো নতুন নতুন টিপস পেতে এখানে ভিসিট করুন।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।