Site icon Trickbd.com

এবার এন্ড্রোয়েড এর একটি app দিয়ে চলে যান সৌরজগৎ ভ্রমণ করতে ।

Unnamed

বন্ধুরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল ।
আশা করি সৃষ্টিকর্তা সবাইকে ভালো রেখেছে ।
আজ আমি একটি app সম্পর্কে কথা বলব যা সরাসরি সৌরজগৎ পারি দিবে এবং আপনাকে সৌরজগৎ এর কোণায় কোণায় ঘুরে নিয়ে আসবে যা দেখে আপনি আশ্চয় হয়ে যাবেন একদম ভার্চুয়াল রিয়েলিটির মতো ।



বন্ধুরা প্রতি বারের মতো আবারও আমি নতুন কিছু নিয়ে এসেছি আশা করি সবাই উপকৃত হবেন ।
এই ডিজিটাল যুগে আর কোন কিছুই অসম্ভম বলতে কোন কথা থাকছে না ।
হাটি হাটি পা দিয়ে মানুষ এগিয়েই চলেছে, নিত্য নতুন জিনিস তৈরি করেই যাচ্ছে ।
কয়েকদিন আগেই ফেইসবুকে দেৃখলাম এক ভাই একটি ভিডিও ছাড়ছে । ভিডিওতে দেখলাম, একটি বিমান তৈরি করা হয়েছে যা ঐ বিমানে যাত্রীদের সুরক্ষিত রাখবে ।

বিমানটি যদি আকাশ পথেই ধ্বংসও হয়ে যায় তবুও যাত্রীগন নিরাপদ থাকবে । ব্যাপারটি খুবই জটিল তাই না । আচ্ছা যাই এ ব্যাপারে তেমন কিছু বলছি না , আজ যে কারণে লেখা সেটাই বলি ।
.[img id=206987]

.
এই app টির মাধ্যমে সৌরজগৎ ঘুরতে পারবেন , গ্রহ উপগ্রহ এমনকি কৃতিম গ্রহ গুলোও দেখতে পারবেন । মূল কথা হলো এই app টি চালানোর জন্য কোন ইন্টারনেট কানেকশন লাগবে না । ফ্রিতেই ভিডিও আকারে দেখতে পারবেন ।
যারা পূথিবী নিয়ে গবেশনা করতে চায় তাদের জন্য এই app টি একান্ত প্রয়োজন ।
অনেক কিছু বললাম এখন এপসটি ডাউনলোড করার পালা

.

App name: Solar System explorer 3D

এপসটি গুগল প্লে স্টোরি থেকে ডাউনলোড করে নিন অথবা এখান থেকে ডাউনলোড করুন click here to download

আশা করি apps টি অনেক কাজে লাগবে ।

আসলে যদি আপনার মহাকাশ নিয়ে আরও জানার এবং শেখার থাকে তাহলে The martyr movie টি দেখতে পারেন । কিভাবে একটি মানুষ আলাদা গ্রহ থেকে বছর বছর থেকে ঘুরে আসে তার প্রমান এই মুভিটি । আজ এইখানেই শেষ করছি বন্ধুরা ।
আশা করি পরবর্তীতে আরও নতুন কিছু নিয়ে আসতে পারব । ততক্ষণ পরযন্ত ট্রিকবিডির সাথেই থাকুন । ধন্যবাদ সবাই ভালো থাকবেন ।