Site icon Trickbd.com

এন্ডু‌য়েট‌ ফোনে ডি‌লিট হ‌য়ে যাওয়া ফাইল ফি‌রি‌য়ে অানুন খুব সহ‌জেই ,root & unroot working (With S.shorts)

আসসালামু আলাইকুম !
আশা ক‌রি সকলেই ভালোই অা‌ছেন? প্রথমেই ধন্যবাদ জানাতে Reja BD ভাইকে।যার জন্য আমি আজ টিউন করার সুযোগ পেয়েছি।আমি তার প্রতি কৃতজ্ঞ ।ধন্যবাদ Reja ভাই।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রুয়েট ফোনে ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনবেন।
আমরা অনেক সময় ভুল করে প্রয়োজনীয় কিছু ডিলিট করে ফেলি। যার জন্য পরে আফসোস করতে হয়।
কিন্তুু আজ আপনাদের কে এমন একটা সফ্টওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যেটি দিয়ে যেকোনো ফাইল ডিলিট হয়ে গেলে আবার ফিরিয়ে আনা যাবে।
এটি কম্পিউটারে রিসাইকেল বিনের মতো কাজ করবে।
সব ডিলিট হয়া ফাইল এখানে জমা হবে ,পরে ইচ্ছামত ডিলিট অথবা রিকভার করা যাবে। সফ্টওয়্যারটি সবচেয়ে ভালো ফিচার হলো এটি রুটে এবং আনরুটেও কাজ করবে।

নিচের স্কিনশর্টি দেখুন

Apps Name : Dumpster

App Size : 4.85 MB

Download Dumpster

ডাউনলোড হয়ে গেলে ইনষ্টল দিয়ে ওপেন করুন। এবার নিচের মতো করে সেটিং করে নিনঃ
Accept এ ক্লিক করুন

এবার নিচের মতো সবগুলো on করে দিন, তারপর Next এ ক্লিক করুন

আপনি যদি রুট ইউসার হন তবে Options সেটিং আপনার জন্য প্রযোজ্যঃ তারপর আবার Next এ ক্লিক করুন

এবার নতুন উইন্ডো আসলে একটু ( ৩০ সেকেন্ডের মতো) অপেক্ষা করুন । Done দিতে হবে ।
ব্যাস এবার কাজ শেষ। এবার অকেজো ফাইল ডিলিট করে দিয়ে টেষ্ট করে দেখুন।
কোনো ফাইল ডিলিট করলে নিচের মতো আসবে।

এবার যদি ফাইলটা একেবারে ডিলিট করতে চান তবে Delete All ক্লিক করবেন। আর যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে চান তবে Restore All ক্লিক করুন।

আজকের মতো এপযর্ন্তই। এরপর আবারও কোনো সুন্দর পোষ্ট নিয়েই হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রিকবিডির সঙ্গেই থাকবেন। আর আমি তো

ফেসবুকে আছিই। ধন্যবাদ সবাইকে।