Site icon Trickbd.com

বাইসাইকেল চালানোর হিসাব পাবেন এবার আপনার স্মার্টফোন দিয়ে। একটি মাত্র অ্যাপস্ দিয়ে

Unnamed

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে?? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আর বরাবরের মত আমার একই কথা যে, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আমিও মোটামুটি ভালই আছি। আজকের টিউনের টাইলেট বা শিরোনামটা অবশ্যই দেখেছেন। তো চলুন এবার সরাসরি টিউনে চলে যাই।

যানজটের এ শহরে সাইকেলে চলাচল জনপ্রিয় হচ্ছে। শখের পর্যায় থেকে এখন তা অনেকের চলার পথের সঙ্গী হয়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবীদের মধ্যে সাইকেলের ব্যবহার বাড়ছে।

প্রিয় সাইকেল নিয়ে রাইডে গিয়ে কত কিলোমিটার যাওয়া হলো তা জানতে চান অনেকেই। অনেকের রয়েছে সাইক্লিং নিয়ে নানা গ্রুপ ও ফেইসবুক পেইজ। সেগুলোতে বন্ধুদের সঙ্গে এসব তথ্য শেয়ার করতেও চান তারা।

আর স্মার্টফোনেই সাইকেল রাইডের যাবতীয় হিসাব রাখা সম্ভব। এ জন্য রয়েছে বিভিন্ন অ্যাপ। তেমনি একটি অ্যাপ্লিকেশন হলো ‘এক্সসিলো জিপিএস সাইক্লেলিং বাইসাইকেল’।

Download Link:
Name: GPS Cycling Bye- cicle .apk
Size: 2.54 MB
File Type: Download GPS Cycling Bye- cicle.apk

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো:

এটির সাইজ ছোট এবং তা কম মেমোরি দখল করে তাই সহজে হ্যাং করে না।

সাইকেলের গতি এবং দুরত্ব পরিমাপ করা যায় এটির সাহায্যে।

অ্যাপটির সাহায্যে সাইকেল যে ম্যাপ ধরে যাচ্ছে সেটি দেখা যাবে।

কত কিলোমিটাল সাইকেল চালালো হলো তা রেকর্ড করে রাখা যায় এটি ব্যবহার করে।

সংরক্ষণ করা রেকর্ড থেকে সপ্তাহ বা দিন অনুযায়ী রাইডের তালিকাও দেখা যায়।

এটির সবেচয়ে বড় সুবিধা হলো সম্পূর্ণ ফ্রি এবং কোনো বিজ্ঞাপন নেই।

আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভাল থাকবেন। আর পরবর্তী টিউনের জন্য ট্রিকবিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।