Site icon Trickbd.com

আপনার ফোন এর স্কীনে ডাবল টাচ করে স্কীন লক করুন আবার ডাবল টাচ করে স্কীন আনলক করুন। চমৎকার একটি Android App যার দাম $5 But আপনাদের জন্য একদম ফ্রি।(with screenshot and pro version)

আসসালামু আলাইকুম।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

জীবনে তো অনেক লক স্ক্রিন অ্যাপ ইউজ করলেন কয়টায় বা আপনার মনের মতো পাইছেন বলেন?তবে আজ আমি যে অ্যাপ নিয়ে আসছি তার ভেতর সব পাবেন।আর প্লেস্টোর থেকে নিতে গেলে আপনাকে 5$ গুনতে হবে।তবে অ্যাপটির ফ্রি ভার্সন ও পাওয়া যায়। তবে সেটায় অনেক লিমিটেশন।

প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর Download  এ ক্লিক করবেন ]]

চলুন এক নজরে অ্যাপটির রিভিউ দেখে নেয়া যাক।

• অ্যাপ প্রাইজ 5$.

• অ্যাপ সাইজ ১ মেগাবাইট।

• স্মার্ট কভার লক সিস্টেম।[যাদের হাল সেন্সর নাই তারাও ইউজ করতে পারবেন] • অ্যাপ রেটিং ৪.৬।

• হোম স্ক্রিনে দুবার ট্যাপ করলে লক সুবিধা।

• এন্যিমেশন স্ক্রিন।

• সেইক লকিং।

• সেইক অফ অন।

• স্মার্ট কভার লক সিস্টেম।

• টাইম সেট করে অফ অন সুবিধা।

• লক অবস্থায় নটিফিকেশন দেখা এবং রিপ্লাই দেয়ার সুবিধা।

এছাড়াও আরো চমকপ্রদ ফিচার পাবেন।সব কিছু লেখা সম্ভব হচ্ছে না। ব্যাবহার করলেই বুঝতে পারবেন কি জিনিস এই অ্যাপ টা।

***ব্যাবহারের নিয়মাবলী :

অ্যাপটি ওপেন করলে উপরের চিত্রের মত Device Administrator এর কাছে permission চাইবে।Active বাটনে ক্লিক করে permission দিন।

এরপর উপরের চিত্রের মতো আপনার যেভাবে লক করার দরকার তা বাম দিকের গোল বাটনে ক্লিক করে অন করুন। ব্যাস কাজ শেষ। আপনার প্রিয় স্ক্রিন লকার আক্টিভ হয়ে গেলো।

যদি কোনো সমস্যা হয় কমেন্ট এ জানাবেন। আর ভুল ত্রুটি হলে ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন।

ধন্যবাদ।ভালো থাকুন,সুস্থ থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।