Site icon Trickbd.com

রুট করেছেন কিন্তু রুট এর আসল মজা পাচ্ছেন না? নিয়ে নিন এন্ড্রোয়েড এর জন্য কয়েকটি অতীব প্রয়োজনীয় রূট অ্যাপ আর উপভোগ করুন রুট করার আসল মজা।[পর্ব-২][with latest and update version]

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।

আপনার ফোন রুট করেছেন ? কিন্তু কোন লাভ হল না? দেখুন তাহলে রুট করার মজা।

আজ আমি আবারও আপনাদের জন্য নিয়ে এলাম কয়েকটি রুট অ্যাপ যা আপনাদের ফোন রুট করাকে সার্থক করে তুলবে। তাহলে দেখে নিন কি কি আছে আজ:

***System App Remover:আমাদের সকলের ফোনেই সিস্টেম অ্যাপ রয়েছে যেগুলো আনইন্সটল বা এসডি কার্ড এ মুভ করা যায় না। এই অ্যাপ দিয়ে আপনি আপনার অদরকারী সিস্টেম অ্যাপ আনইন্সটল করতে ও ফোন মেমোরি বেশি ফাকা রাখতে এসডি কার্ডেও মুভ করতে পারবেন।

App Size: 3.2 MB.

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর নিচে App টির নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করবেন]]

 

***Full!Screen: এটার দ্বরা আপনারা আপনার ফোনের ফুল স্ক্রিন ইউজ করতে পারবেন। এটা আপনার সফট কি এবং Notification bar কে হাইড করে এবং ইচ্ছা মত যেখানে ইচ্ছা সেখানে সফট কি স্থাপন করতে পারবেন।

App Size: 272 KB.

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর নিচে App টির নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করবেন]]

 

***Easy Restart: আমাদের অনেকের ফোনেই পাওয়ার বাটন চেপে ধরলে ফোন রিস্টার্ট বা রিবোট এর অপসান আসে না।তাই এই অ্যাপ ইউজ করলে আপনাকে আর পাওয়ার বাটন চেপে ফোন রিস্টার্ট দেওয়া লাগবে না।এই অ্যাপ ওপেন হলে আপনাকে কিছু সময় (১০ সেকেন্ড)  টাইম দিবে।ওই সময়ের মধ্যে আপনি Cancel না করলে ফোন অটোমেটিক অফ হয়ে চালু হবে মানে রিস্টার্ট নিবে।

App Size: 758 KB.

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর নিচে App টির নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করবেন]]

যদি কোনো সমস্যা হয় জানাবেন।এছাড়া আরও কোনো রুট অ্যাপ লাগলে কমেন্ট এ অবশ্যই বলবেন।আমি তা দেবার জন্য চেষ্টা করব।

ধন্যবাদ। ভালো থাকুন,সুস্থ থাকুন।

Exit mobile version