আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা
করি ভালো। আমিও আপনাদের দোয়াতে
ভালোই আছি ।
আমরা যারা এন্ড্রয়েড
মোবাইল ব্যাবহার করি তাদের একটা
সমস্যা দেখা দেয় যে মোবাইল স্লো হয়ে
যায়। তারপর আবার মোবাইলের চার্জও
বেশিক্ষণ টিকে না। আসলে এন্দ্রয়েড
মোবাইল স্লো হওয়ার কারন অনেক কিন্তু
যেসকল কারণে মোবাইল স্লো হয়ে যায়
সেগুলোকে বুন্ধ করে রাখা প্রয়োজন।
আমি আপনাদের সাথে আজ এমন একটি
এন্ড্রয়েড এপ শেয়ার করব যা আপনার
এন্ড্রয়েড মোবাইল বা ট্যাবলেটকে
আগের থেকে কয়েকগুণ ফাস্ট করে
রাখবে। তাহলে বুঝতেই পারছেন এটা কি
ধরণের এপ। নিচে এপটি নিয়ে বিস্তারিত
এই এপটি ওপেন করলেই আপনি পাবেন
একটি বাটন। যেখানে লিখা থাকবে Start,
আর সেখানে চাপলেই আপনার মোবাইল
কাজ করা শুরু করবে। এটা খুব সহজ একটি
কাজ।
এপটির বৈশিষ্ঠঃ
আপনার মোবাইলের স্পিড বাড়ান
কমপক্ষে ৬০%।
এই এপটির ব্যাবহার খুব সহজ।
এটা ব্যাবহার করলে আপনার মোবাইলের
চার্জ অনেক বেশি থাকবে।
অন্যান্ন এপও অনেক ফাস্ট হয়ে যাবে।
সবকিছুই অনেক ভালো লাগবে।
আশা করি আপনারা এপটি সম্পর্কে
পর্যাপ্ত তথ্য পেয়ে গেছেন। আমার মনে
হয় আর বেশি কিছু আপনাদের বোঝাতে
হবে না।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে
শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি
প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে
Software Name: Devices Speed Up for
Android.Apk
ডাউনলোড করতে এখানে যান
আশা করি Softwareটি সবার ভালো
লাগবে।