আমার সকল বন্ধুদের জানাই ভালোবাসা এটা আমার 11 তম লেখা TrickBd এ। জারা পরছেন ওনাদের কাছে অনুরধ আমার যদি কিছু ভুল থাকে তাহলে ওটা আমাকে ধরিয়ে দিবেন বকা বকি করবেন না …
আমরা জানি আমরা আমাদের মবাইলে ইউটিউব এ কোনো ভিডিও চালালে ওটা যতক্ষণ ওই পেজ এ থাকি ততখন চলে কিন্তু ওই অ্যাপ টাকে মিনিমাইজ করে দিলে ওই ভিডিও টা স্তপ হয় জায় কিন্তু অনেক সময় আমাদের ইছা হয় কি ইউটিউব এ মিউজিক চালাই কিন্তু তা হয় না এতে আমাদের মবাইলের ব্যাটারিও অনেক ক্ষতি হয় তাই আমি এই পধতি টা বের করেছি এই পধতিতে আমরা সহজে ইউটিউব ভিডিও কে ব্যাকগ্রাউন্ড এ চালাতে পারব মিউজিক প্লেয়ার এর মতন এবং আমাদের মবাইলের ব্যাটারিও বেসি খরছ হবে না…
প্রথমে আপনি আপনার মবাইলের প্লেসটর ওপেন করে ওখান থেকে এক্তা অ্যাপ ডাউনলোড করেনিন এই অ্যাপ টা আপনাদের সকলেরই পরিচিত অ্যাপ তার নাম হছে মজিলা ফায়য়ারফক্স ব্রাউজার আপনি ভাবছেন যে এই অ্যাপ আবার কেন ডাউনলোড করব? আরে আপনি করুন তারপর দেখবেন মজা। আছা অ্যাপ ইন্সটল হয়ে গেলে আপনি অ্যাপ টা ওপেন করুন এবং ইউটিউব ওপেন করুন এবার এখানে যে কোনো এক্তা ভিডিও ওপেন করুন চালু হয় গেলে আপনি আপ্বানার মবাইল এর হোম কী প্রেস করে দিন দেখুন হোম কী প্রেস করা সত্তেও আপ্ভনার ভিডিও টার অডিও কিন্তু ছলছে এখন আপ্যনি যে কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড এ চালাতে পারেন এই পধতি অবলম্বন করে। খুবই সহজ এক্তা পধতি ।
এই লেখাতে এইটুকু যদি ভাল লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবেন আর জলদি আমি আমার নতুন লেখা নিয়ে উপস্তিত হয় জাব।
ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্ন্যে..