আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন।
আপনারা যাতে ভালো থাকেন সবসময় সেই প্রার্থনা করি।
প্রথমেয় বলে নিচ্ছি,এর আগেও এই পোষ্ট টি আমার এক বন্ধু করেছিলো।
আপনাদের জন্য তা পুনোরায় আপডেট দিলাম।
”এবার কাজের কথায় আসি”
আজ আপনাদের এন্ড্রয়েড মোবাইলের Ram ফ্রেশ রাখার জন্য নিয়ে আসলাম ছোট্টএকটা এন্ড্রয়েড সফটওয়্যার।
আজকে আমি যেই সফটওয়্যার নিয়ে টপিক লিখতে বসেছি, আমার মতে সকল এন্ড্রয়েড ইউজারদের এই এপ্সটি থাকা দরকার।
বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ মানুষ এন্ড্রয়েড ফোন
ব্যবহার করে। এন্ড্রয়েড ফোন দিয়ে দৈনন্দিন অনেক কাজ করে থাকি যেমনঃ বিভিন্ন এইচডি গেমস খেলা, ছোট খাট ফটো ইডিটের কাজ সহ আরো অনেক কাজ এখন এন্ড্রয়েড এর সাহায্যে করা যায়।
কিন্তু আমাদের এন্ড্রয়েড ফোনের একটাই সমস্যা হলো যার্ম(Ram)।
আমাদের প্রয়োজনীয় অনেক এপ্স ইন্সটল করা লাগে। যেগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে যার্মের
জায়গা দখল করে নেয়।
ফলে আমাদের ফোন অনেক সময় স্লো কাজ করে তাই আমরা যার্মকে পরিস্কার রাখার জন্য বিভিন্ন এপ্স ব্যবহার করি, যেমন :DU SPEED BOOSTER, CC CLEANER, CLEAN MASTER আরো এ ধরনের অনেক এপ্স রয়েছে।
যেগুলো শুধু আমাদের ফোনের জায়গা দখল করে নেয় আর কাজের বেলায় ঠন ঠন।
তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম
আসলে এটার কাজও একজন সহকারীর মতোই, যা আপনার এন্ড্রয়েড ফোনের একজন গুরুত্বপূর্ণ সহকারী।
এই এপ্সটি অনেক ফোনে ডিফল্টভাবে থাকে।
এটি SYMPHONY XPLORAL W32
ডিফল্ট হিসাবে রয়েছে।
আপনাদের সাথে এখন আপডেট করা সফটওয়্যারটি শেয়ার করছি।
এই এপ্সটির সাহায্যে আপনি দশ মিনিট পর পর অটোমেটিক ভাবে আপনার ফোনের যার্ম ক্লিন করতে পারবেন। যার ফলে আপনার ফোন আগের চেয়েও বেশি ফাস্ট থাকবে।
প্রথমে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিন।
Android Assistance.apk এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
তো আপনি অটো ক্লিন
অপশন করতে হলে নিচে দেখানো
স্ক্রিনশট সমুহের মত কাজ করুন।
প্রথমে,এন্ড্রয়েড এসিস্ট্যান্ট এপ্সটি ওপেন
করুন।
এবার সেটিং লেখায় টাচ করুন।
নিচের মতো ক্লিক করুন।
তীর চিহ্নিত ওখানে Auto boost ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনশট এর মতো,
তীর চিহ্নিত ওখানে ক্লিক করুন।
এবার নিচের স্ক্রিনশট এর মতো আসবে।
আপনার ইচ্ছা মতো ১০,৩০,মিনিট, ১ ঘন্টা সিলেক্ট করুন।
তারপর ওকে বাটন ক্লিক করে সেভ করুন।
ব্যস এবার দেখবেন।
আপনার দেয়া নিদিষ্ট সময় পর পর অটোভাবে আপনার যার্ম ক্লিন হচ্ছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করলাম।
ধন্যবাদ।