Site icon Trickbd.com

নিয়ে নিন দরকারি ৩ টি অ্যাপ যা প্রতিটি এন্ড্রয়েডে থাকা খুবই প্রয়োজনীয়! অনেকেই খুঁজছিলেন হয়ত!

Unnamed

নিয়ে নিন দরকারি ৩ টি অ্যাপ যা প্রতিটি এন্ড্রয়েডে থাকা খুবই প্রয়োজনীয়! অনেকেই খুঁজছিলেন হয়ত!

আজকে অনেক প্রয়োজনীয় ৩টি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যা একজন এন্ড্রয়েড ব্যবহার কারীর কাছে থাকা উচিত। অনেকেই এই অ্যাপ গুলো হয়তবা খুজছিলেন।

নিচে অ্যাপ গুলোর ডাউনলোড লিনক দিয়ে দিলাম।

১. Internet Speed Meter
এই অ্যাপটি অনেকের কাছেই খুব দরকারি। ইন্টারনেটের স্পিড কখন, কত তা এই অ্যাপ দ্বারা খুব সহজেই জানা যায়। এছাড়া কোন অ্যাপ কত এমবি খরচ করল তাও দেখা যায় এবং উইডগেটস গুলাও খুব দারুন। নিচে স্ক্রিনশট দুইটা দেখে নিন।

ডাউনলোড করুন Internet Speed Meter

(নোটঃ ইউসি/ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন। ডাউনলোড লিনকে ক্লিক করার পর Free Download এ ক্লিক করবেন। তারপর একটি পেজ আসবেন, সেখানে ক্যাপচা পুরন করে টাইমার শেষ হয়ে গেলে Create Download link এ ক্লিক করে ডাউনলোড করুন।)

২. ZArchiver Pro
এই অ্যাপ সম্পর্কে আলাদা করে কিছু বলার নাই। এককথায় অসাধারণ একটি অ্যাপ। রুটেড এন্ড্রয়েড থেকে শুরু করে সব ধরনের এন্ড্রয়েডের ক্ষেত্রে এটি দারুন কার্যকরী একটি অ্যাপ।
নিচে দেখে নিন এর দুইটি স্ক্রিনশট।

ডাউনলোড করুন ZArchiver Pro

(নোটঃ ইউসি/ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন। ডাউনলোড লিনকে ক্লিক করার পর Free Download এ ক্লিক করবেন। তারপর একটি পেজ আসবেন, সেখানে ক্যাপচা পুরন করে টাইমার শেষ হয়ে গেলে Create Download link এ ক্লিক করে ডাউনলোড করুন।)

৩. Stick-It Video Player(Rooted only)
ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য কাজ করার ক্ষেত্রে এই অ্যাপ এর ভুমিকা অপরিসীম! এই অ্যাপ দিয়ে কম্পিউটারের মত ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য কাজ করতে অনেক সুবিধা পাবেন। এতে ৩ ধরনের ভিডিও প্লেয়ার থিম রয়েছে যার ফলে আপনারা পছন্দমত প্লেয়ারে ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য কাজ করতে পারবেন।

ডাউনলোড করুন Stick-It

(নোটঃ ইউসি/ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন। ডাউনলোড লিনকে ক্লিক করার পর Free Download এ ক্লিক করবেন। তারপর একটি পেজ আসবেন, সেখানে ক্যাপচা পুরন করে টাইমার শেষ হয়ে গেলে Create Download link এ ক্লিক করে ডাউনলোড করুন।)

কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন।

সর্বদা ট্রিকবিডির সাথেই থাকুন।

Exit mobile version