আস্সালামু আলাইকুম
আজ আবাৱো হাজিৱ হলাম একদম নতুন একটা ট্ৰিক নিয়ে। যা আমাদেৱ প্ৰায় মানুষেৱই অতি প্ৰয়োজন,,,
প্রায় দিনই সাত সকালে ঘুম থেকে উঠে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বাসে ঘুমিয়ে পড়া মঞ্জুর অভ্যাসে পরিণত হয়েছে। বাসে ঘুমিয়ে যাওয়ায় প্রায়ই নির্ধারিত স্টেশনে নামতে পারেন না তিনি। এতে ভোগান্তির পাশাপাশি ক্লাসও মিস করতে হয়েছে তাকে। বাসে ঘুমানোর স্বভাব মঞ্জুর মতো আরও অনেকের। ঘুমিয়ে পড়ার ফলে নির্ধারিত স্থানে নামতে পারেন না এদের কেউ কেউ। তবে হাতে একটি স্মার্টফোন থাকলে
বাস নির্ধারিত স্থানে এলে তা জানিয়ে দিবে ফোনটি। এ জন্য চমৎকার একটি অ্যাপ্লিকেশন হলো ‘স্লিপিং কিট’। এটি তৈরি করেছেন সফটওয়্যার
ডেভেলপার বজলুর রহমান রোকন।
এ্যাপটিৱ ডাউনলোড লিংকঃ
এ্যাপটি ডাউনলোড কৱতে এখানে ক্লিক কৱুন
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
২. নির্ধারিত স্থানে বাস পৌঁছলে অ্যাপটি অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে। চাইলে
অ্যাপটি থেকেই অ্যালার্ম টোন নির্ধারণ করা যাবে।
৩. অ্যালার্মের সময় টেক্সট নোট সংযুক্ত করা যাবে।
৪. অ্যাপটি ব্যবহার করতে ইন্টারনেট চালু রাখতে হবে।
খুব কম দামে সাইট তৈৱি কৱে দিনে ১০০-২০০ টাকা ইনকাম কৱতে যোগাযোগ কৱুন 01717284348 সৌজন্যেঃ MixTuneBD.Com
———————–
আল্লাহ হাফেজ