Site icon Trickbd.com

ইংরেজি টু বাংলা, বাংলা টু ইংরেজি করার অসাধারন একটি এন্ড্রয়েড ডিকশনারি

Unnamed

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি ডিকশনারি এপ।
তাহলে চলুন দেখে আসি এর ফিচার সমূহ:-

শব্দ শেখার/খোঁজার ক্ষেত্রে ডিকশনারির কোন বিকল্প নেই।
স্মার্টফোনের বদৌলতে ডিকশনারি এখন হাতের মুঠোয়।
প্রতিদিনই আমাদের কোন না কোন কারণে ডিকশনারির
প্রয়োজন হয়। আমরা অনেকে অনেক ডিকশনারি ব্যবহার করি।
কিন্তু সন্তোষজনকভাবে আমাদের চাহিদা পূরণে সক্ষম হয় না।
এজন্য অনেকে আবার একসাথে কয়েকটি ডিকশনারি বব্যহার
করে থাকেন। কিছু ডিকশনারিতে শব্দ স্বল্পতা ও পর্যাপ্ত অর্থ
খুঁজে পাওয়া যায়না। একটি শব্দের সমার্থক ও বিপরীতার্থক
শব্দ, শব্দের ফর্ম, কোন Parts of speech তা দেয়া থাকেনা। এবং
প্রায় সব ডিকশনারিতে Group Word, Phrase and Idioms এর অর্থ
পাওয়া যায়না। আরেকটি প্রধান সমস্যা, একসাথে ইংরেজি
থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি শব্দ খোঁজার ব্যবস্থা
থাকেনা।
তাই আজকে এমন একটি ডিকশনারির সাথে আপনাদের পরিচয়
করিয়ে দেব যাতে একসাথে সবকিছু অত্যন্ত চমৎকারভাবে
পাবেন।

নামঃ Bangla Dictionary
Size: 13 MB
click here to download
এপ্লিকেশনটির মেইন ফিচারঃ
• Bangla To English
• English To Bangla
• No internet connection required
• Search From Web
• Search by Sharing

• Auto Suggestion
• Pronounce & Voice Search
• Antonyms (Opposite words)
• Synonyms
• Backup and Restore
• History & Study Plan
• Word Game
• Share Words
• Copy Words
এপ্লিকেশনটির ব্যবহার সম্পর্কে জেনে নেইঃ-

মেইন মেনুতে আছে Search, Pronounce, Clear এবং Study plan
অপশন। মেইন মেনু ও সেকেন্ডারি মেনুর মাঝামাঝি সার্চবক্স।
যে শব্দটি খুঁজবেন সেটি এখানে লিখলেই অর্থ পেয়ে যাবেন।
সার্চবক্সের বামপাশে একটা স্লাইড মেনু আছে E>B লেখা।
এখানে ক্লিক করে সহজে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি
থেকে বাংলা করা যাবে।

অর্থের পাশাপাশি সেটি কোন Parts of speech এবং অন্য
Formation গুলো জানা যাবে। অর্থের পরেই শব্দটির Antonym
এবং যতগুলো সমার্থক(Synonyms) আছে সেগুলো দেখতে
পাবেন। Synonym ও Antonym হিসেবে দেয়া শব্দগুলোতে ক্লিক
করে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। Pronounce
অপশনে ক্লিক করে শব্দের উচ্চারণ শুনতে পাবেন। এটি এই
এপ্লিকেশনের একটি বিশেষ সুবিধা।

এই ডিকশনারির অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট হল Group Word
এবং phrase and Idioms এর অর্থ খোঁজা যায়। যেমনঃ- For good,
At A Dead lock শব্দগুলো লিখলে আপনি যথাক্রমে চিরতরে,
অচলাবস্থা অর্থ পাবেন।
সেকেন্ডারি মেনুতে আছে Home, Favourites, Games এবং Others
অপশন। ফেভারিটস মেনুতে আছে, Study Plan এবং History। যেই
শব্দগুলো আপনি পরবর্তিতে পড়ার জন্য সিলেক্ট করেছেন
সেগুলো পাবেন Study Plan অপশনে। আর আপনি যে যে শব্দগুলো

সার্চ করেছেন তা পাবেন History অপশনে। এখানে সর্বোচ্চ
১০,০০০ শব্দের হিস্টোরি রাখা যায়।

Games অপশন হল MCQ পদ্ধতিতে আপনার শব্দ ভান্ডারের
পরীক্ষা।এখানে তিন ধরনের শব্দ থেকে প্রশ্ন হবে। ১, পুরো
ডিকশনারি, ২, হিস্টোরি, ৩, স্টাডি প্লান। প্রশ্নের সংখ্যা ১০
থেকে ৫০ পর্যন্ত হতে পারে। সেটি সেটিংস অপশন থেকে ঠিক
করা যায়। আদারস মেনুতে আছে বেশকিছু অপশন। নতুন কোন শব্দ
যোগ করতে চাইলে এখান থেকে করতে পারেন। আপনার কোন
মতামত থাকলে ইমেল করতে পারবেন এবং সেটিং অপশন।

আপনারা যারা এতদিন ভাল একটি ডিকশনারির খোঁজ করছেন
তারা অবশ্যই এটি ব্যবহার করে দেখবেন। শব্দের অর্থ শেখার
ক্ষেত্রে ডিকশনারির কোন বিকল্প নেই। আর সেটি যদি হয় এত
ফিচার সমৃদ্ধ, তাহলে তো কথাই নেই। এটি ব্যবহার করুন,
ইংলিশে আপনার ইংরেজী শব্দভান্ডার সমৃদ্ধ করুণ। তাহলেই
আমার এই লেখা সার্থক হবে। টিউমেন্টে আপনার মতামত
জানাবেন।
এপ ডাউনলোড :- ডাউনলোড
আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো টিউনে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডি এর সাথে থাকুন।
আল্লাহ হাফেয

ফেইসবুক এ আমি