Site icon Trickbd.com

আপনার এন্ড্রয়েডকে দিন OPPO এর থিমিং লুক এবং সাজিয়ে তুলুন আকর্ষণীয়ভাবে

Unnamed

বিসমিল্লাহির রহমানির রহিম

আস সালামু আলাইকুম।

আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।ব্যস্ততার জন্য অনেকদিন পর ফিরলাম পোস্ট জগতে পোস্ট নিয়ে।আমার জন্য দোয়া করবেন। আমি এস এস সি পরিক্ষার্থী।

আমার ১৮ তম পোস্ট এ শুভেচ্ছা।
আপনি যদি এই পোস্ট জানেন তবে পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না প্লিজ।

এডমিন ভাইও বলে –
জানলে জানাও না, জানলে জানো।

তাই খারাপ কমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।

আমাদের অনেকেরই Oppo mobile ও এর লাঞ্চার, থিম সবই খুবই আকর্ষণীয় লাগে।
আমার ফোন(Symphony H120) এর লুক দেখুন।

প্রায় সবার কাছেই অপ্পো থিম লাঞ্চার জনপ্রিয়। আর এর জন্য আমরা সাধারান ব্রান্ডরা কি শুধু দেখে যাবো???
কখনোই না।
আমরা এখনই অপ্পো এর থিম ইউস করে মজা নিতে পারি।

আজকে শেয়ার করবো OPPO theme।
যা দেখতে প্রায় হবুহ অপ্পো মোবাইল এর থিম এর মতো।

প্রথমেই ডাউনলোড করে নিন একটি লঞ্চার।

আমি সাজেষ্ট করবো nova launcher Prime।

অন্য লাঞ্চার দিয়েও হবে।তবে Nova আমাদের সকলের কাছেই বেস্ট।প্লে স্টোরে ৪.৬ রেটিং।

আমি ডাউনলোড লিনক দিচ্ছি।ভয় নেই। কোন এড এর ঝামেলা নেই।

Playstore এ আপনি Nova launcher পাবেন।


কিন্তু আমি দিচ্ছি Prime version লিনক।আপনি যেকোনো একটা নিলেই হবে। তবে প্রাইম এ ফিচার অনেক পাবেন।তাই প্রাইম ভার্সন নেওয়াই ভালো ।

ঝামেলাবিহিন ভাবে যেকোনো ব্রাউজার দিয়ে ”

♦♦DOWNLOAD NOW NOVA LAUNCHER PRIME♦♦

আর Oppo F1 selfi থিম নিয়ে নিন।

Playstore Link

অথবা directly

DOWNLOAD NOW OPPO F1 SELFI THEME

# Launcher এ ঢুকুন।

#Nova setting এ যান

# Look &Feel এ যান

#icon theme e ক্লিক করুন

#oppo f1 selfi. তে ক্লিক করুন।

বাস শেষ।

এখন Nova setting এর বাকি ফিচার গুলো নিজেরা কাস্টমাইজেশন করে নেন।
নিজেদের পছন্দ মত করে সাজান।

সবই দিলাম ২ টা ওয়াল্পেপার দেই।


তবে যারা একবারেই পারেন না।তাদের জন্য কিছু দিকনির্দেশনা। আমার স্কিনশট এর মত মিলিয়ে রাখেন।আমার ফোন এর মতোই হবে। Nova setting > desktop

Nova setting> app &widget

সবাই হয়তো বলবেন, আমাদেরকে শিখাইতে এসো না।
আমি বলছি ভাই।সবাই তো আর সবটা পারে না।তাদের ও তো শিখতে হবে।এজন্য না হয় একটু সহ্য করেন।

#আমি জানি ট্রিকবিডির সবাই হয়তো পারেন। আমি সবার উদ্দেশ্যই বলছি আপনি নোভা সেটিং থেকে অন্যান্য ফিচার গুলো নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নেন।

####যদিও পোস্ট টা বুঝার কিছু নেই।তবুও কোথাও বুঝতে না পারলে আমি চেষ্টা করবো হেল্প করতে।

####সব বিষয়ে সবার বুঝার ক্ষমতা এক নয়।বুঝতে না পারা কোন প্রকার দোষ না।তবে না বুঝে বাজে কমেন্ট করা টা হয়তোবা দোষ।

তাই না বুঝলে কমেন্ট করবেন বুঝানোর দায়িত্ব আমার।।

অথবা ফেসবুকে আমিArfin Piyas

আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ

দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।

আল্লাহ হাফেয।আস সালামু আলাইকুম

Exit mobile version