[হট পোস্ট] হাত দিয়ে মোবাইল চালানোর দিন শেষ! এবার আপনার মোবাইল দূর থেকে কন্ট্রোল করুন ফেস (মুখ) দিয়ে! আর স্বাদ নিন সূদুর প্রযুক্তির! [BY_TAJUL ISLAM]
টাইটেল দেখে অবাক হলেন?
হবারই কথা;
আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যা দিয়ে আপনার মোবাইল দূর থেকে আপনার মুখ দিয়ে কন্ট্রোল করতে পারবেন।
কিভাবে?
এটি কোন প্রান্ক অ্যাপ নয়। এটি আপনার ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে আপনার মুখ ডিটেক্ট করে এবং আপনার মুখের ভঙ্গী অনুযায়ী একটি তীর রয়েছে(মাউসের) যেটি দ্বারা আপনি আপনার মোবাইল অপারেট করতে পারেন।
এককথায় এটি আপনার মুখটিকে মাউসের ন্যায় ব্যবহার করে।
তো চলুন; আগে ডাউনলোড করে নিন নিচের অ্যাপটি।
(নোটঃ ইউসি/ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন। ডাউনলোড লিনকে ক্লিক করার পর Free Download এ ক্লিক করবেন। তারপর একটি পেজ আসবেন, সেখানে ক্যাপচা পুরন করে টাইমার শেষ হয়ে গেলে Create Download link এ ক্লিক করে ডাউনলোড করুন।)
স্ক্রিনশট থেকে ভাল আর কিছুই হতে পারে না।
দেখে নিন কিভাবে সেটিং করবেন।
→ ১ম স্টেপঃ
→ তারপরঃ
→ তারপরঃ
→ তারপরঃ
→ এই স্ক্রিনশটটি ভাল করে দেখুন!ঃ
→ সোয়াপ কন্টেন্ট গুলোর ব্যবহারঃ
→ কিবোর্ড সেট করুনঃ
যেখানে ক্লিক করতে চান সেখানে মাউসের তীরটি নিয়ে কয়েক সেকেন্ড রাখলেই ক্লিক হয়ে যাবে
কিভাবে অ্যাপ ওপেন করবেন?
→ যে অ্যাপ ওপেন করতে চান তাতে মাউসের তীরটি নিন।
→ তীরটিকে click নিন। বাস্;
কোন কোন ডিভাইসে প্রব্লেম হতে পারে। থার্ডপার্টি অ্যাপ বেশিরভাগ কন্ট্রোল নাও পারে কিন্তু এটি দিয়ে বেশিরভাগ বিল্টইন অ্যাপ ভালভাবে কন্ট্রোল করা যায়।
আমি তো আমার বন্ধুদের পুরা তাক লাগিয়ে দিয়েছি! এবার আপনাদের পালা!
কোন সমস্যা হলে বা বুঝতে না পারলে কমেন্ট করুন।