Site icon Trickbd.com

[হট পোস্ট] এবার আপনার মোবাইল নির্ভয়ে বন্ধুর কাছে রেখে যান। একবার দুবার পাসওয়ার্ড দেখে ফেললেও সে খুলতে পারবেন না![BY_TAJUL ISLAM]

Unnamed

[হট পোস্ট] এবার আপনার মোবাইল নির্ভয়ে বন্ধুর কাছে রেখে যান। একবার দুবার পাসওয়ার্ড দেখে ফেললেও সে খুলতে পারবেন না![BY_TAJUL ISLAM]

আজকে আবারো আপনাদের জন্যে নিয়ে এলাম দারুন একটি এন্ড্রয়েড অ্যাপ, যা দিয়ে আপনার মোবাইলের সিকিউরিটি হবে আরো শক্তিশালী। বিশেষ করে যাদের দুষ্টু ফ্রেন্ডস আছে যারা আপনার মোবাইল হাতে নিয়েই গ্যালারি/ফাইল ম্যনাজার তোলপাড় করে দেয় এবং পাসওয়ার্ড দিলেও তা মাঝে মাঝে দেখে ফেলে, তাদের জন্যে অ্যাপটি দারুন কাজের। কারণ এবার আপনি তাদের সামনে পাসওয়ার্ড দেখিয়ে দেখিয়ে খুললেও তারা আপনার মোবাইল পরবর্তীতে আনলক করতে পারবে না!

কি ব্যপারটা ইন্টারেস্টিং না!?!

আসুন দেখে নিই কি করতে হবে এটি করার জন্যেঃ

প্রথমে নিচ থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন।

এন্টি দুষ্টু ফ্রেন্ড লকস্ক্রিন অ্যাপ

(নোটঃ ইউসি/ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন। ডাউনলোড লিনকে ক্লিক করার পর Free Download এ ক্লিক করবেন। তারপর একটি পেজ আসবেন, সেখানে ক্যাপচা পুরন করে টাইমার শেষ হয়ে গেলে Create Download link এ ক্লিক করে ডাউনলোড করুন।)

এই অ্যাপ এর বিশেষত্ব হচ্ছে ঃ এটি সময়ের সাথে সাথে পাসওয়ার্ড বদলায়। মানে ধরুন আপনার মোবাইল এর এখন সময় হচ্ছে 07:54 ; তো আপনার পাসওয়ার্ড হবে 0754। ১ মিনিট পর মোবাইল এর টাইমে যখন 07:55 হবে তখন আপনার আনলক কোড(পাসওয়ার্ড) হবে 0755। তার মানে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের সামনে খুলবেন (ফোন) তার ১-২ মিনিট পর তার কাছে নিঃসন্দেহে মোবাইল রাখতে পারেন। কারণ সে পরে আর খুলতে পারবে না!

এখন অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করে কি কি সেটিং করবেন তা দেখে নিনঃ (নিজ থেকে কিছু করতে যাবেন না শুধু লাল কালার আর লেখা গুলোর ডায়রেকশন এর দিকে লক্ষ্য করুন)

স্ক্রিনশটঃ

★ওপেন করার পর

★তারপর

★তারপর

★সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করুন এবং উত্তর দিন যা পরবর্তীতে সেটিংয়ে কোন ভুলের কারনে আনলক না হলে ফরগট পাসওয়ার্ড এ ক্লিক করে আপনার দেওয়া উত্তর দিলেই আনলক জয়ে যাবে।

এরপর অনেক গুলো সেটিং মেনু আসবে। আপনাকে কিছু করতে হবে না শুধু অ্যাপ থেকে বের হয়ে আসুন।

★যেভাবে আনলক করবেনঃ

★পাসওয়ার্ড সঠিক নয় দেখালেঃ
একেবারে নিচে দেখুন লেখা আছে forgot password? এখানে ক্লিক করুন এবং স্ক্রিনশট লক্ষ্য করুন

কোন প্রব্লেম হলে কমেন্ট করুন।

ফেসবুকে আমি

সর্বদা ট্রিকবিডির সাথেই থাকুন