আমরা হয়ত অনেক জায়গাতেই দেখছি স্ক্রিনরেকর্ড এর মাধ্যমে ভিডিও দেয়া হয়, যেমন:ইউটিউব, ফেসবুক।এসব দেখে নিজের মনে স্ক্রিনরেকর্ড করে কিছু নতুন কিছু করার আশা জাগে নি এমন মানুষ পাওয়া খুব বিরল,এবং এই জন্য অ্যাপ ও ডাউনলোড করেছেন কিন্তু কোনোটিই ভালো কাজ করেনি,আমি ও যে করেনি না নয় আমিও অনেক ডাউনলোড করেছি,কিন্তু কোনোটিই ভালো ভাবে কাজ করেনি,হঠাৎ ই আমি এমন একটি অ্যাপ এর সাথে পরিচিত হলাম যার মাধ্যমে খুব সহজে স্ক্রিনরেকর্ড করা যায়,এবার আর কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যাই, যা যা লাগবে:
2.Rooted Android Device
App size: 16mb
Download link: Download this app
অ্যাপ টি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে রুট গ্র্যান্ড করে নিন[আপনার ডিভাইসে রুট করা না থাকলে শুধু শুধু ডাউনলোড করে এমবি নষ্ট করবেন নাহ।]
এরপর:
এরপর স্ক্রিনরেকর্ড হয়ে গেলে নিচের ছবি অনুযায়ী তা বন্ধ করুন এবং প্লে করুন:
এভাবেই কাজ করুন এবং দেখিয়ে দিন আপনিও পারেন,
সবাই ট্রিকবিডি এর পাশেই থাকুন।ধন্যবাদ।