এন্ড্রোয়েড ফোন মানেই হাইলি-কাস্টমাইজেবল ডিভাইস। আপনি এটাকে যেকোন রূপ দিতে পারবেন। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে কোনরকম রুট বা কাস্টম রম ছাড়াই ফোনের স্টেটাস/নোটিফিকেশন বার চেঞ্জ করবেন। এটা একটি সহজ প্রসেস। এর জন্য নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
- এ্যাপের নাম: Status
- ডাউনলোড link: Download status
- সাইজ: 1.5MB
ব্যবহার:
- ডাউনলোড করে এ্যাপটি ওপেন করুন
- Grant access এ ক্লিক করলে Accessibility settings ওপেন হবে। এখান থেকে Status service অন করতে হবে।
- তারপর Status app এ ডুকে Finish এ ক্লিক করতে হবে ।
- তারপর Enable option দেখাবে, enable করলেই দেখবেন আপনার স্টেটাস বার চেঞ্জ হয়েছে।
এরকম দেখাবে। প্রতি এ্যাপের সাথে Adaptive থেকে বারের কালার পাল্টাবে।
এটার জন্য আর স্ক্রিনসট দিলাম না কারন এটা মাত্র 1.5 এম্বির এ্যাপ চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারবেন।