আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি
আল্লাহর রহমতে ভালই আছেন সবাই! আমিও
আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে
ভালই আছি।
প্রযুক্তির সাথে থাকতে ভাল লাগে।
আজ আবার আপনাদের সামনে একটি অ্যাপ নিয়ে
আসেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
তো আর কথা
না বারিয়ে শুরু করা যাক।
এই পোস্ট আগেও করেছিলাম কিন্তু সবাই দেখেননি।
আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে
এসেছি।
আশা করি আপনাদের ভাল লাগবে।
আমরা অনেকেই লিমিটেড MB ব্যবহার করি কেউ
১০ এমবি প্যাক বা ৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি
প্যাক ও ব্যবহার করি।
খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি
আমাদের মেইন ব্যালেঞ্চের টাকা কাটে।
এই সমস্যায় কেউ পরেন নি এমন লোক খুজে
পাওয়া মুস্কিল। তো এই সমস্যায় যারা পরছেন তারা
সমাধান নিন।
প্রথমে_সফটওয়্যারটি_ডাউনলোড_করে_নিন।
App Name:Data Lock Lite
App_Size: 1MB
Play Store এ search dile e paben
এখন ইনস্টল করে ফেলুন।তারপর ওপেন করে
সেটিং এ যান।
তারপর Limit To (যেখানে Unlimited
লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন।
এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা।
এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার করুন কোন
দেখবেন অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে
গেছে।
কোন অপারেটর এর বাবাও টাকা কাটতে পারবে না।
Note: যারা জানেন না তাদের জন্য
আর দেরি না করে
এখুনি ডাউনলোড করে নিন।
কোন সমস্যা হলে-
Find me on- FB