আশা করি ভাল সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
আজ আমি আপনাদের সামনে একটি সমস্যার সমাধান এবং Secren Record এর নতুন কিছু Future নিয়ে হাজির হয়েছি।
আমরা অনেকেই স্ক্রীন রেকর্ড করার জন্য Az Secren Recorder ব্যবহার করি, বাট অনেকের মোবাইলেই রেকর্ড চালু করলে স্ক্রীন গ্রীণ হয়ে যায়।
তো আজ আমি দেখাবো কিভাবে স্ক্রীন গ্রীণ ব্যতীত ভালো ভাবে স্ক্রীন রেকর্ড করবেন।
তো আমরা এজন্য ব্যবহার করবো AZ Secren Recordor Pro ভারসনটিকে।
প্রথমে ডাউনলোড করে নিন। AZ Secren Recordor Pro Version অ্যাপটি।
ডাউনলোড লিংক ঃ
AZ Secren Recorder Pro
ডাউনলোড করার পর AZ Secren Record-এর Settings- এ যাবেন । যাওয়ার পর Encoder- এ ক্লিক করুন।
আসুন !!! এখন দেখে নেই Pro ভারসনের কিছু ফিচার
Pro Version- এ আপনি Magic Button ইনাবল করতে পারবেন। আর। Magic বাটন ইনাবল করলে রেকর্ড অফ করতে স্ক্রীণ টানতে হবে না, Just স্ক্রীনের ডান পাশের Red Arrow আইকনে ডাবল টাচ করলেই চলবে। আর Pause/Resume করতে Single টাচ করলেই চলবে।আর অনেকই হয়ত Pro ভারসন অনেক আগ থেকেই করতেছেন, তো এই পোষ্ট টা যারা নতুন শুধু তাদের জন্য।
কোনো কিছু বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখে কাজ করুন।
How To Fix green secren on AZ Secren Recorder
কারো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন।
ফেসবুকে আমি।