Site icon Trickbd.com

আপনাদের জন্য নিয়ে আসলাম Awesome একটি Apps। এটি পোষ্ট কারিদের জন্য খুব কাজের একটি Apps..।

Unnamed

♥আস্সালামু আলাইকুম।♥

★আসা করি সবাই ভালো আছেন!?

★ আজকে আপনাদের সাথে দারুন একটি Apps শেয়ার করবো।

★ Apps টি দিয়ে আপনারা খুব সহজে “Draw” করতে পারবেন।
যে কোনো যায় গায়।

★ Apps টির নাম=Draw Any Where
★ Apps Size = 2 mb

১★ Screen Record করার সময়।
২★ Screenshot নেওয়ার আগে।
৩★ Video দেখার সময়।
৪★ যে কোনো যায়গায় Draw করতে পারবেন।

★ Draw মানে।?

আমরা Screenshot এর মাঝে Red Color দিয়ে যে দাগ দিয়ে থাকি সেটা।

★ আর কিছু বলবো না।
Appsটি ডাওনলোড করে নিন।

★কাজের ধাপ।
_________________

★ ডাওনলোড করে অপেন করুন।

★ ওপেন করারর পর নিচের মত আসবে।

তারপর

★ তারপর Back এ ক্লিক করে হোমপ্যাজে আসুন।

★ দেখুন আপনার মোবাইল এর হোমপ্যাজে একটি Draw Icon এসেছে।

Screenshot এর মত।

★ এখন আপনি যেখানে “লাল দাগ” দিতে ছান? সেখানে গিয়ে।Draw আইকন এ ক্লিক করে দাগ দিন।
দাগ দিয়ে আপনি Screenshot করুন।

★আপনাকে আর অন্যকোন Software Use করে দাগ দিতে হবে না।

★আসা করি আপনারা বুঝতে পারছেন।

★Apps টি ডাওনলোড করে ওপেন করলেই। আপনারা খুব সহজে বুঝতে পারবেন।

★যদি ভুল হয়…? মাপ করে দিয়েন।★

বাঝে কমেন্ট করবেননা প্লিস।

trickbd এর সাথেই থাকুন।

ধন্যবাদ

Exit mobile version