আজকাল গান শোনার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বা সাইট হচ্ছে ইউটিউব। প্রতিদিন ই এই ভিডিও শেয়ারিং সাইটে আপ্লোড হয়ে যুক্ত হচ্ছে হাজার মিউজিক। যা ইউটিউব কে সমৃদ্ধ করে পরিণত করেছে মিউজিক লাইব্রেরি তে। এত এত গানের মধ্যে জনপ্রিয় গান গুলো বাছাই করা কঠিন বটে।
ইউটিউবের সেরা গানগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করে দেবে অ্যাপটি। এটি তৈরি করেছে এ দেশেরই ডেভেলপার জুবায়ের হোসেন।
টপ টিউব নামে অ্যাপটি সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লেতে উন্মুক্ত করা হয়েছে।
অ্যাপটি সম্পর্কে জুবায়ের টেকশহরডটকমকে বলেন, দিনে দু’বার অ্যাপ্লিকেশনটি তার ভার্চুয়াল ব্রেইন দিয়ে আপনার জন্য সেরা ১০ গান নির্বাচন করে রাখবে। এটি টাচ করতেই পরপর ১০ গান শুনিয়ে দেবে এ অ্যাপ।
তরুন এ ডেভেলপার জানান, এ লিনিয়ার অ্যালগারিদমের মাধ্যমে কঠিন এ কাজ করছে এক রোবোটিক ব্রেইন। মানুষের ব্রেইন যেমন সময়ের সাথে সাথে আরও বুদ্ধিমান হয়ে ওঠে, তেমনি এই অ্যালগরিদম সময়ের সাথে সাথে আরও বুদ্ধিদীপ্ত ফলাফল দেবে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
অ্যাপটি চালু করলেই নম্বর আকারে সেরা ১০ মিউজিক ভিডিওগুলো দেখা যাবে।
ভিডিওটির উপর ক্লিক করলেই ভিডিওটি চালু হবে।
অ্যাপটির ইউজার ইন্টারফেস বেশ সুন্দর ও সহজ।
পছন্দের গানটি সাইটে সেইভ করে রাখার পাশাপাশি গানটি চাইলে বন্ধুদের ইনবক্সে বা মেইলে শেয়ার করা যাবে। চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার সুবিধা রয়েছে।
অ্যাপটি ইন্টারনেট নির্ভর। তাই এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ লাগবে।
নিচের ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
সফটওয়্যার টির নতুন ভার্সন “Download Now” এর নিচেই পাবেন 🙂