Site icon Trickbd.com

[Request Post][Must See]১০০ এমবির ভিডিও কে ৫ এমবি বানান, তাও একদম ক্লিয়ার কোয়ালিটিতে রেখেই -Part-1 By Shahin

Unnamed

[Request Post][Must See]১০০ এমবির ভিডিও কে ৫ এমবি বানান, তাও একদম ক্লিয়ার কোয়ালিটিতে রেখেই -Part-1 By Shahin


এতো কষ্ট করে ইউটিউবে কাজ শুরু করেছেন?কপিরাইটের চিন্তা মাথায় রেখে ভিডিও টিউটুয়িয়াল বানাচ্ছেন?বানানার পর দেখলেন সেটা ১০০ এমবি হয়ছে।কি করবেন এখন?
হেলো ভিউর্য়াস, কেমন আছেন সবাই?শাহিন বলছি……….
তো বেসিক্যালি আমাদের সকলের একটা প্রশ্ন থাকে কিভাবে বড় বড় সাইজের ভিডিও কে এইচডি কোয়ালিটিতে রেখে কম এমবিতে কনর্ভাট করবো?যেহেতু আমার পিসি নেই।তাহলে এটি কি মোবাইলে করা সম্ভব?
তো আমি আজকে একটা এন্ডুয়েড এপ শেয়ার করবো।যা সকলের জন্য অনুরোধে।আমার কাছে ফ্রিনেট এর জন্য যত অনুরোধকারী আছে,তার চেয়ে ও বেশি অনুরোধকারী এই টিউনটার।
অনেকে জানতে চেয়েছেন,কিভাবে ১০০ এমবির স্কিন রেকর্ড করা ভিডিও কে ৫ এমবিতে আনবো?

কেন ব্যবহার করবেন এটা


যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন তাদের জন্য এটা খুব কাজের।আবার যারা সখ করে স্কিন রেকড করে কোন টিউটুয়িয়াল বানান তাদের ও এটা কাজে লাগবে বলে আমি মনে করি।তাছাড়া ও অন্যান্য এইচডি ভিডিও কে কনর্ভাট করে এমবি কমিয়ে দিতে পারবেন।এখানে কনর্ভাট করার পর ও সেই একই কোয়ালিটির একদম ক্লিয়ার ভিডিও পাবেন।
যদি আপনি ১০০ এমবির একটা ভিডিও আপনার চ্যালেনে আপলোড করেন তাহলে ভিউয়াসরা যখন ভিডিও প্লে করবে, তখন আপনার ভিডিও টা অনেক লোডিং নিবে।আর কেউ যদি ২জি এরিয়া থেকে আপনার ভিডিও দেখে তাহলে আপনার আপনার চ্যালেনে আর কোন দিন ফিরে ও আসবে না।
এখানে যখন আপনি ৫ এমবি ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিক আপনার ভিউর্য়াসরা ভিডিও দেখবে।সামনে আরো ভিউর্য়াস বাড়তে থাকবে।



Name: A/V Converter pro
Size: 9 mb+

Download Here

___________________________________________________

Note: ডাউনলোড করতে অবশ্যই ইউসি ব্রাউজার ব্যবহার করবেন

পরের পর্বে দেখাবো কিভাবে A/V converter pro দিয়ে কাজ করবেন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shahin


Message: Shahin on FB


Exit mobile version