Site icon Trickbd.com

[Hot Post] এবার ওয়াইফাই দিয়ে আপনার নিজের ফোনকে বানিয়ে ফেলুন ওয়েব কেম। ওয়েব কেম না কিনেই মজা নিন ওয়েব কেম এর by SuhanSM

Unnamed

আসলামুআলাইকুম,
আবার হাজির হলাম একটি hot এপ নিয়া। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আারও ভাল থাকুন trickbd এর সাথে থাকুন। নিয়মিত ভিজিট করুন trickbd র শিখুন অনেক কিছু, আর কিছু জানলে শেয়ার করতে ভুলবেন না।
#
#
আজকের বিষয়,
কীভাবে আপনার এনড্রয়েড ফোনটিকে ওয়েব কেম করে security হিসেবে ব্যবহার করতে পারবেন।
#
আসলে ওয়েব কেম আমাদের অনেক উপকারি। যেকোনো জায়গায় সিকিউরিটি হিসেবে ব্যবহার করা যায়। অনেক বড় বড় জায়গায় ওয়েব ব্যবহার হয়। কিন্তু এই কেম কেনার ক্ষমতা সবার নাই। তাই আপনার ফোনটিকে কেম বানালে কেমন হয়?
এতে আমি হেল্প করব,
আমি সুহান এস এম, এই ট্রিক আপনাদের শেখাতে এসেছি।
#
কাজটির জন্য যা যা লাগবে:
1. দুইটা Android মোবাইল(একটা কেম র একটা দেখবেন যেটাতে)।
2. দুইটাতেই web of cam এপটি থাকতে হবে।
#

ডাউনলোড লিংক,
play store link
অনেকের প্লে স্টোরে সমস্যা হয় ,
site link web of cam.apk
#
এবার কাজ শুরু করা জাক,
লেখার সাথে SS দেয়া থাকবে ভাল ভাবে বোঝার জন্য
Note: যেটা কেমেরা বানাবেন সেটা 1st phone,
র যেটাতে দেখবেন সেটা 2nd phone
#
#
এখানে আমি আমার দুইটা মোবাইল ইউস করছি।(SS সহ দেয়া হলো)
#
কাজ শুরু,
# 2nd ফোনে hotspot অন করেন।
# এরপর 1st ফোনে wifi কানেক্ট করেন।
# আপনার দুইটা ফোনে web of cam ওপেন করেন।
# 1st ফোনে Camera এবং 2nd ফোনে Viewer সিলেক্ট করেন।
# তারপর next এ এসে দেখুন 1st ফোন কেমরায় ও 2nd ফোন Add camera তে গেছে।
# এখন 2nd ফোনে আসা ডিভাইসের নামে ক্লিক করলে আপনার কেম চালু হয়ে যাবে।
#******#****
আসা করি বুঝতে পেরেছেন।
আমি নতুন তাই অত ভাল সাজিয়ে লিখতে পারিনাই। কিন্তু আসা করি পরবর্তিতে আর ভাল কিছু দিতে পারব। এই পোস্ট সম্পুর্ন আমার হাতে লেখা তাই কপি বলে গন্য করবেন না। আগে কোথাও এই নিয়ে
পোস্ট করা হয়নাই।
কোনো সমস্যা হলে কমেন্ট এ আমি
ওয়েব অফ কেম by SuhanSM