বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।
আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।বআমার জন্য দোয়া করবেন।রমজান মাসে সবাইকে আল্লাহ রহমত দান করুক।
।
আমার ২৬ তম পোস্ট এ শুভেচ্ছা। ইউটিউব নিয়ে প্রথম পোস্ট। ভুল হবেনা আশা করছি।ভুল হলে জানাবেন।সমাধান দিবো।।
আপনি যদি এই পোস্ট জানেন তবে অনায়াসে পড়তে পারেন কিন্তু দয়া করে অন্তত রোজার মাসে,বাজে কমেন্ট করবেন না প্লিজ।
এডমিন ভাইও বলে –
জানলে জানাও না, জানলে জানো।
তাই খারাপ কমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।
আজকের টিউনটা শুরু করছি ইউটিউব নিয়ে।
টিউনার ভাইয়াগন আসলেই অনেক সুন্দর ও গুছানোভাবেই ইউটিউব বিষয়ে পোস্ট করেছেন। তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।অনেকেই ট্রিকবিডির টিউনার ভাইয়াদের কাছ থেকে শিখেছেনঃ-
কিভাবে চ্যানেল খুলতে হয় বা চ্যানেল সাজানো গুছানো ও সম্পূর্ণ করা এবং ভিডিও আপলোড এডিটিং ইত্যাদি।
সেই সাথে সকল টিউনারদের আকর্ষণীয় টিউন করার জন্য সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি।
আশা নয় বিশ্বাস করি প্রায় সকলেই ইউটিউব এর চ্যানেল সম্পর্কে ধারনা আছে।
অনেকের চ্যানেল ও আছে।
[ ট্রিকবিডিতেই অনেক পোস্ট আছে।যারা এখনো খুলেননি তারা ট্রিকবিডির পোস্ট গুলো পড়ে নিলেই সফল হবেন। ]
একজন ইউটিউবার এর জন্য যা হলে সবচেয়ে ভালো হয় তা হলো YouTube এপ এবং Google chrome Browser।
যেটা নতুন পুরাতন প্রায় সকল ইউটিউবারদের জন্য খুব ভালো একটা এপ হলো YouTube creator studio
Play Store Link
আজকের টিউনটা এই এপটিকে নিয়েই।
গুগল ক্রোম ব্রাউজার এটা প্রায় সকল ইউটিউববার ভাইয়ারাই ব্যবহার করে।
কিন্তু যাদের নেটওয়ার্ক একটু দুর্বলতম তাদের ক্ষেত্রে এই ব্রাউজারটা মাঝে মাঝে কানেকশন ক্রাশ করে,স্লো হয়,ক্লিক কয়েকবার করতে হয় ফলে একটায় ক্লিক করলে অন্যটায় লেগে যেতে পারে।অনেকের ভিন্ন ধরনের সমস্যাও হয়।
আমার কাছে খুব ভালো নেটওয়ার্ক না পেলে এই ব্রাউজার মোটেও ভালো লাগে না।
যদিও গুগল মানেই ভালো কিছু।
তবুও আমার কাছে মজিলা ফায়ারফক্স অনেক স্মুথ।
যাই হোক এই এপস এর মধ্যে আপনি ব্রাউজার দিয়ে যা যা করতে পারবেন প্রায় সব কিছুই এটা দিয়ে অনায়াসে সম্ভব।যদিও ব্রাউজারের তুলনায় দু একটা কিছু কম ফিচার থাকবেই এটাই স্বাভাবিক।তফাত খুব কম।সুবিধা অনেক বেশিই বটে।
দেখুন ব্রাউজার দিয়েও ফেসবুক চলে,তবুও আমরা ফেসবুক এপ বা ফেসবুক লাইট ইউস করি।এতে সাজানো গুছানো থাকে।আশা করি বুঝবেন।
দেখুন ব্রাউজারটিতে যা যা ফিচার আছে
প্রায় সেই সেই ফিচার গুলো এপাটিতেও আছে।
ব্রাউজারে ঢুকে আবার ইউটিউব এ ঢুকতে ঢুকতেই সময় ব্যয় হবে আবার ভিডিও ম্যানেরজার এ যেতে হবে।আর এপ এ সরাসরি ক্লিক এ ভিডিও ম্যানেজার এর ফিচার দেখাতে শুরু করবে।
ব্রাউজারের একটা ফিচারে ক্লিক করে স্পিড দেখুন আর এপটিতে একটা ক্লিক করে স্পিড আর smoothness দেখুন।
Video manager/Editing ভালো সুবিধা
কমেন্ট ব্যবস্থা খুবই ফাস্টলি কাজ করে।
থাম্বনাইল ফটো সহজেই আপলোড দেয়া যায়।
ভিউয়ার পরিসংখ্যান
ট্রাফিক পরিসংখ্যানসহ
তাছাড়া আরো অনেক অনেক সুবিধা এতে আছে
ইউস করলেই ভালো লাগবে আশা করছি।
আমি খুব ভালো ভাবেই জানি অনেক ইউটিউবার ভাইয়ারাই এই এপটির সাথে পরিচিত।
তবুও হতেও পারে, একজন হলেও আছে। হোক নতুন বা পুরাতোন ইউটিউবার যে কিনা এটার সাথে পরিচিত না এরকম একজন হলেও পাওয়া যাবে ।ধরুন অন্তত তার উপকারের জন্যই পোস্ট টা করা হয়েছে। সেই ভেবে না হয় আপ্নিও কষ্ট করে পোস্ট পড়ে সময় ব্য্যয় করেছেন।তবুও সে একটু শিখুক এটাই একটু কষ্ট করে মেনে নিয়েন।সবাইতো আর সবটা জানে না। তাই নয় কি!!!!
যাইহোক অনেক সময় নষ্ট করলাম আশা করি অল্প কিছু হলেও শিখাতে বা জানাতে সক্ষম হয়েছি।
দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।
আমিও আপনাদের দলভুক্ত মানুষ। ভুল ত্রুটি থাকলে স্নেহের স্বরূপ ক্ষমা করবেন।
ফেসবুকে আমি MD Moshiur Hossain Piyas
আমিও নতুন ইউটিউবার।আমি প্রথম থেকেই শুরু হচ্ছি
চাইলে subscribe করে যুক্ত হতে পারেন আমার চ্যানেল Trickind BD তে।যেখানে সব ইউটিউবিং বিষয়ে দেখাবো।আমি যেভাবে চলছি তাল মিলিয়ে চললে হয়তোবা উপকৃত হতে পারবেন।
Tricking BD on Youtube
Tricking Bd
তবে আমি জোড় করছিনা
।আসলে সেচ্ছায় আসবেন।
ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।আস সালামু আলাইকুম