প্রতিটা বিকাশ একাউন্টে ফ্রিতে নিয়েনিন ৫০ টাকা ক্যাশব্যাক



আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা প্রতিটা বিকাশ একাউন্টে ফ্রিতে ৫০ টাকা ক্যাশব্যাক নিবেন। অফারটি আপনারা প্রতিটা বিকাশ একাউন্ট থেকে নিতে পারবেন।
অফারটি নেওয়ার জন্য প্রয়োজন পড়বে বিকাশ অ্যাপের,বিকাশ অ্যাপ ইনস্টল করতে ক্লিক করুন

ইনস্টল শেষে বিকাশ অ্যাপে নাম্বার দিয়ে লগইন করে নিবেন।

প্রথমে প্রমাণ দেখুন আমার একটা বিকাশ একাউন্টে আমি ৪ বারে মোট ৪০ টাকা নিয়েছি আরো ১০ টাকা নিয়ে মোট ৫ বারে ৫০ টাকা নেওয়া যাবে।




এবার অফারটি নিতে বিকাশ অ্যাপে লগইন করে Send Money তে ক্লিক করুন। অফারটি মূলত গ্রুপ সেন্ড মানির।

যেহেতু অফারটি নিতে সেন্ড মানি করতে হবে সেহেতু আগে আপনারা প্রিয় নাম্বার যুক্ত করে নিবেন এতে সেন্ড মানি জন্য চার্জ কাটবে না। প্রিয় নাম্বার যুক্ত করতে প্রিয় নাম্বার অফশনে ক্লিক করুন।

এরপর আপনার যদি একাধিক বিকাশ থেকে থাকে তবে সেটাসহ আপনার আশেপাশের যেকারো কিংবা বন্ধুবান্ধবের বিকাশ নাম্বার প্রিয় নাম্বার যুক্ত করে নিবেন। আমি যেমন ২ টা বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করেছি সেমভাবে আপনারাও করবেন।

প্রিয় নাম্বার যুক্ত করে আবারো সেন্ড মানিতে ক্লিক করবেন।

এবার গ্রুপ সেন্ড মানি ক্লিক

এখান থেকে একটু আগে প্রিয় নাম্বার যুক্ত করলেন এমন একটা নাম্বার সিলেক্ট করুন।

সেমভাবে আপনার যুক্ত করা অন্য আরেকটা নাম্বারও প্রিয় নাম্বার হিসেবে যুক্ত করুন অর্থাৎ দুইটা নাম্বারই।

দুইটা নাম্বার সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করুন।

গ্রুপ নাম হিসেবে যেকোনো একটা নাম দেন ও সেভ করে এগিয়ে যান ক্লিক করুন।

এরপর সেন্ড মানি টাকার পরিমাণ লিখতে হবে ক্লিক করুন

এখানে টাকার পরিমাণ অবশ্যই ৪০০ বা তার বেশি দিবেন এটাই মূলত অফারের শর্ত। যাদের বিকাশে টাকা নেই তারা কিছু সময়ের জন্য হলেও টাকা কোথাও থেকে ম্যানেজ করে অফার নিয়ে ব্যাক দিতে পারেন।
যাইহোক ৪০০ বা তার বেশি পরিমাণ লিখে এগিয়ে যান ক্লিক।

আবারো ২ টা নাম্বার দেখতে পাবেন এগিয়ে যান ক্লিক করবেন।

বিকাশের পিন লিখুন এবং পিন কনফার্ম করুন।

ট্যাপ করে ধরুন।

সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।

দেখতে পাচ্ছেন ৫ টাকা ৫ টাকা করে ২ বারে সাথে সাথে ১০ টাকা পেয়ে গেলাম।

নিচে স্কিনশর্ট লক্ষ্য করুন অফারটি ১৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে তাই অফারটি নিতে হলে এ সময়ের মধ্যে নিতে হবে।

সর্বশেষ কথা হচ্ছে আমি একবার অফারটি নিয়ে দেখিয়েছি এই অফারটি আপনারা চাইলে মাসে সর্বোচ্চ ৫ বার বা একদিনেই ৫ বার নিতে পারবেন।
এর জন্য একবার অফারটি নেওয়ার ১৫ মিনিট পর পর আবারো সেমভাবে গ্রুপ সেন্ড মানি করবেন একই পরিমাণ টাকা বা তার বেশি পরিমাণ। সেক্ষেত্রে ৫ বার যদি গ্রুপ সেন্ড মানি করেন এতে ৫ বারে ৫০ টাকা পেয়ে যাবেন।
এভাবে আপনার যতগুলো বিকাশ রয়েছে সবগুলোতেই কাজটি করার মাধ্যমে প্রতিটা থেকেই ৫০ টাকা করে ক্যাশব্যাক নিতে পারবেন।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

14 thoughts on "প্রতিটা বিকাশ একাউন্টে ফ্রিতে নিয়েনিন ৫০ টাকা ক্যাশব্যাক"

    1. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      why?
  1. Avatar photo Majedul Sonju Contributor says:
    একদিনেই কি ৫০ টাকা ক্যাশব্যাক নেওয়া যাবে?
    1. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      জি একদিনেই ৫ বারে ৫০ টাকা নিতে পারবেন
  2. এত্ত কাহিনী করে ক্যাশব্যাক নেয়ার মত ধৈর্য কারো আছে কিনা জানা নাই আমার!!!!
    1. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      তো কি চাচ্ছেন মুখে তুলে খাওয়িয়ে দেওয়ার মতো টাকাও আপনার একাউন্ট এ দিবে?
      পকেটে টাকা না থাকলে ১ টাকার মূল্যও আপনি বুঝতে পারবেন…
    2. হাহাহা, বিকাশের অফার সেকশনে এর চেয়ে ভালো অফার থাকে ওটাই বুঝালাম। আপনি যেটা দেখাইছেন এটার জন্যে মিনিমাম ৩টা বিকাশ + 400Tk লাগবে।আবার ৫বার নিতে গেলে, প্রতিবার ওই বিকাশ গুলো থেকে টাকা গুলো রিসেন্ড করা লাগবে। মাঝখানে আবার ৫-১০মিনিট করা লাগবে। পুরো প্রসেসে ঘন্টাখানেক লাগবে। তার উপর ৩টা মোবাইল লাগবে। এ

      এত্ত ধৈর্য কার আছে?

  3. Mostak Jamil Contributor says:
    Vai, Offer meyad to dekhachhe emon ta….

    জ্বী না অফারের মেয়াদ 16th March 2025, 00:00 hour – 9th April 2025, 23:59:59 পর্যন্ত ।

  4. Mostak Jamil Contributor says:
    Vai, vuwa news diyen na.last date to ajke. R apni bolcen 31 May……
    1. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      আমার দেওয়া শেষের স্কিনশর্টে সময় লেখা আছে এছাড়া তারপরও যদি তারা সময় পরিবর্তন করে এতে তো আমার কিছু করার নেই তাইনা
  5. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
    বিকাশ তাদের অফারটি নির্ধারিত সময়ের আগেই ক্লোজড করে দিয়েছে যারা নিতে পারেননি তারা ভবিষ্যতে অফারের জন্য অপেক্ষা করুন(ধন্যবাদ)
    1. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      Ji Off Kore Diyese

Leave a Reply