স্মার্ট কার্ড কিভাবে পাবো | স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না চেক করুন অনলাইনে | Smart Card Status Check



আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা স্মার্ট কার্ড কার্ড তৈরি হয়েছে কি না অনলাইনে চেক করবেন এবং তৈরি হয়ে থাকলে কোথায় থেকে সংগ্রহ করবেন সেটাও জানতে পারবেন।
আপনারা অনেকেই নতুন ভোটার হয়েছেন কিন্তু ভোটার হওয়ার পর স্মার্ট কার্ড কবে দিবে বা কবে পেতে পারেন তা কিন্তু জানেন না।
তাই অবশ্যই ভোটার হওয়ার পর মাঝেমধ্যে এ বিষয়ে আপনাদের খোঁজখবর রাখা জরুরী নয়তো আপনার স্মার্ট কার্ডটি পেতে ঝামেলা হতে পারে।
আর তার জন্য ভোটার হওয়ার পর থেকে আপনারা নিয়মিত অনলাইনে চেক করতে পারেন স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তা চেক করবেন।
শুরুতে আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজারে এসে Nid লিখে সার্চ করুন।

এরপর Nid ওয়েবসাইটে প্রবেশ করুন।

Smart Card Status ক্লিক করুন।

এবার এখানে জাতীয় পরিচয়পত্র বা ফর্ম নন্বর বক্সে যদি আপনার এনআইডি নাম্বার জানা থাকে সরাসরি সেটা দিবেন অথবা আপনাকে ভোটার হওয়ার সময় যে ফর্ম নাম্বার দিয়েছে সেটা দিবেন।
ফর্ম নাম্বার লেখার আগে NIDFN লিখে তারপর সেই ফর্ম নাম্বার দিবেন।
উদাহরণ: NIDFN464749879
আপনার জন্মতারিখ দিন,মাস,বছর লিখেদিন।

এই বক্সে মধ্যে যে কোডটি থাকবে সেটা লিখুন ও সাবমিট করুন।

স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। এরকম লেখা আসলে স্মার্ট কার্ডটি তৈরি হয়নি। এভাবে নিয়মিত আপনারা চেক করবেন।

আর স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকলে এরকম দেখতে পাবেন। Box Id ও Comp Id দুটো মনে রেখে এই সাইডে লক্ষ্য করুন

এখানে Contact Address মধ্যে আপনার যে লোকেশন দেওয়া আছে সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে Box Id ও Comp Id বললেই তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করে আপনার স্মার্টকার্ড আপনাকে দিয়ে দিবে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন


“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

10 thoughts on "স্মার্ট কার্ড কিভাবে পাবো | স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না চেক করুন অনলাইনে | Smart Card Status Check"

  1. Avatar photo Md Ashik Hossain Contributor says:
    Thanks for your information.
  2. arifvai Contributor says:
    অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন। ১সপ্তাহ থেকে এই মেসেজ আপনি আপডেট না জেনে পোষ্ট করেন কেন।
  3. Arfanparves Contributor says:
    যেখানে নির্বাচন কমিশন বলছে আর স্মার্ট কার্ড দিবে না সেখানে এই ধরনের পোস্ট ভিত্তিহিন….
  4. অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন। 1 মাস ধরে দেখাচ্ছে এটার প্রবলেমের উত্তর দেন 🥰
    1. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      এটার উত্তর হচ্ছে ফর্ম নাম্বার দেওয়ার আগে NIDFN লিখে তারপর ফর্ম নাম্বারটা লিখবেন না বুঝলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH এ বিষয়ে ভিডিও আছে দেখে আসুন।
    2. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      NIDFN847644586 এরম টাইপ করে চেষ্টা করুন তাহলে হবে।
  5. আগেই চেষ্টা করে কমেন্ট করছি !
  6. arifvai Contributor says:
    NIDFN758687 এসব ফাও না জেনে পোষ্ট করা। আপডেট জেনে পোষ্ট করবেন সব সময়।
    1. Avatar photo Mdshakilhasan Author Post Creator says:
      fau naki real video link dicci or apni amr YouTube theke dekhe ashen pblm hoi ki na omon r oi lekha por pblm hoi ki na tahole bujben hudai fal parben na

Leave a Reply