অ্যডোবির অনেক অ্যাপ্লিকেশন প্লে স্টোরে থাকলেও এতদিন ছিলনা ফটোশপ। শুধুমাত্র পিসির জন্য অ্যাভেইলেবল ছিল এটি। তবে ফাইনালি অ্যডোবি লঞ্চ করেছে অ্যানড্রয়েড এর জন্য ফটোশপ অ্যাপ। বর্তমানে এটি বেটা রিলিজ’এ আছে অনেক ফিচার এখনও আসতে দেরি আছে, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো ফিচার বর্তমানেই আছে এতে। তো কিভাবে কি করবেন নিচে একে একে দেখে নিন।
অ্যাপ ইন্সটল
প্রথমে অ্যাপটি ইন্সটল করুন প্লে স্টোর থেকে এবং অ্যাপটি ওপেন করুন।
এখন আপনাকে লগইন করে নিতে হবে। আপনি চাইলে গুগল এর ওয়ান ক্লিক লগইন (Continue with Google) থেকে করে নিতে পারেন। আমার অ্যাডোবি অ্যাকাউন্ট আছে তাই আমি (Continue with Email) সিলেক্ট করে লগইন করে নিলাম।
এডিটিং
লগইন করার পরে আপনাকে একটি ফটো ইমপোর্ট করতে বলবে তো আপনি ইমপোর্ট ইমেজ অপশন থেকে এডিটিং করার জন্য একটি ইমেজ আপনার ডিভাইস স্টোরেজ থেকে সিলেক্ট করে নিন।
এবার সিলেক্ট এরিয়াতে ক্লিক করে সহজে আপনার সাবজেক্টকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে ফটোশপ অ্যাপটি সম্পুর্ন ফোনের ইন্টার্নাল প্রসেস ব্যবহার করে সাবজেক্ট টি সিলেক্ট করে দিবে। এখন সিলেক্ট কমপ্লিট হলে টিক চিহ্ন তে ক্লিক করুন।
তাহলে দেখবেন সিলেক্ট দেখাচ্ছে আপনার ফটো। এখন আপনি যদি সাবজেক্ট সিলেক্ট করেন ইনভার্স চিহ্ন তে ক্লিক করে সিলেকশন ইনভার্স করে নিতে পারেন। ডিলেট এরিয়াতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ডিলেটকরে দিতে পারেন।
এখানে আমি ব্যাকগ্রাউন্ড ব্লাক এন্ড হোয়াইট করবো তাই অ্যডজাস্ট এরিয়া তে ক্লিক করলাম এরপরে হিউ সাচুরেশনে ক্লিক করলাম। সাচুরেশন কমিয়ে জিরো করে দিলাম।
এবার ফটো টি সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে Save to Device as PNG অপশনে ক্লিক করে ফটোটি সেভ করে নিলাম।
ফটোশপ ফর অ্যাড্রয়েড
অত্যন্ত হাই কোয়ালিটির এডিটিং করা সম্ভব অ্যাডোবির এই অ্যানড্রয়েড ফটোশপ অ্যাপ দিয়ে। সাবজেক্ট সিলেকশন এ এর এজ ডিটোকশন অনেক অনেক চমৎকার। অ্যাপ ব্যবহার এর সময় ফোন এর স্টোরেজ যথেষ্ট ফাকা রাখবেন। এডিটিং এর পরে উক্ত অ্যাপ ডাটা সাইজ বেড়ে ৪ জিবি পর্যন্ত আমি দেখেছিলাম।
এডিটিং এর পরে অনেক হাই কোয়ালিটিতে ফটো এক্সপোর্ট করে এই অ্যাপ। আমি দুইটা ফটো এর এডিটিং করেছি তো একটা এক্সপোর্ট হয়েছে ১৭ মেগাবিইট আর একটা ২৭ মেগাবাইট। তো বুঝতেই পারছেন, আনলাইক পিক্সআর্ট বা অন্যান্য অ্যাপ অ্যাডোবি ফটোশপ মোবাইল অনেক পাওয়ারফুল।
সাবজেক্ট সিলেক্ট করার পরে আছে জেনারেটিভ ফিল এর অপশন। এখান থেকে এআই এর মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ট তৈরি করতে পারবেন। তরে এর জন্য হয়তো অ্যাডোব এর ক্রিয়েটিভ ক্লাউড এর সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। আমি প্রথমবার ট্রাই করে করেছিলাম তবে স্ক্রিনশট নিতে ভুলে যাই।
তো কেমন লাগলো এই অ্যাপ রিভিউ জানাবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।