ভুমিকাঃ
বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে আমাদের প্রত্যেকেরই একটা না একটা ওয়েবসাইট আছে অথবা প্রতিদিন ওয়েবসাইট নিয়ে পরে থাকি।
আমাদের নিজেদের সাইটটি যদি WordPress বা কোনো ব্লগ এর সাইট হয় তাহলে তো কোনো কথাই নাই।
বকবক করতে আমার ভাল্লাগেনা, এবার কাজের কথায় আসি ।
নিজেদের ওয়েবসাইটটি যদি ব্লগ,ফোরাম সাইট হয় তবে অবশ্যই প্রতিদিন কিছুনা কিছু পোষ্ট করতে হয়।
পোষ্ট করতে হলে অবশ্যই সাইটে প্রবেশ করে নিতে হয়। এবং সাইটের এডমিন প্যানেল এ ঢুকতে হয়।
তাছাড়া সাইটে ঢুকে পোষ্ট এর জন্য স্ক্রিনশট আপলোড,মিডিয়া আপলোড ইত্যাদি করতে অনেক সময় লাগে। আবার কখনো কখনো পোষ্টের কোথায় কোন স্ক্রিনশট বা কোন আইটেম বসাতে হয়।
কেও কেউ HTML ইউজ করে আবার কেউ সাধারন BBcode । এসবে তো অনেক ঝামেলা মনে হয়।
কারন ইমেজ লিংক কপি/পেষ্ট ইত্যাদি।
তাই আজ এই ওয়ার্ডপ্রেস ওফিশিয়াল অ্যাপ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। যার মাধ্যমে আপনি যখন পোষ্ট লিখবেন তখনই স্ক্রিনশট আপলোড দিতে পারবেন।এবং যে স্থানে স্ক্রিনশট বসাবেন সেই স্থানে লিখার সময়ও আপনি স্ক্রিনশট আপলোড দিতে পারবেন।
নিম্নে এই অ্যাপ এর কিছু স্ক্রিনশট দেওয়া হলঃ
স্ক্রিনশটগুলোঃ
App টি Launch করার পর এমন আসবে।
এখন যদি আপনার WordPress.com এ একাউন্ট থাকে অলরেডি তাহলে আপনি এখানের প্রথম পেজ থেকেই লগিন করতে পারেন। তা না হলে আপনি আপনার WordPress সাইটের ঢুকতে চাইলে Add Self-hosted site এ ক্লিক করুন। আমার নিজের সাইট তাই এখানে ক্লিক করলাম।
এখানে আপনার সাইটে রেজিষ্ট্রেশন করা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন এবং
৩য় বক্সে আপনার সাইটের ইউ আর এল (URL) লিংক দিন এবং লগ ইন করুন।
এখানে আমি আমার Postwap.Com এর ইউজারনেম+পাসুয়ার্ড দিয়ে ঢুকলাম।
লগিন করার পর দেখতেই পারছেন এখান থেকে আপনি আপনার সাইটেরর দরকারী কাজগুলো করতে পারবেন যেমনঃ ব্লগ পোষ্ট,মিডিয়া,কমেন্ট ইত্যাদি।
এখানে ব্লগ পোষ্ট এ গিয়ে আপনি আপনার পোষ্ট ম্যানেজ করতে পারবেন।
মিডিয়া তে গিয়ে আপনার সাইটের যাবতীয় মিডিয়া ফাইল আপলোড করতে পারবেন।
কমেন্ট এ গিয়ে কমেন্ট এর কাজসমুহ করতে পারবেন যেমন আপনি যদি এডমিন হন তাহলে কমেন্ট Approve,Edit,Trash ও Delete করতে পারবেন।
তাছাড়া অনেকগুলা কমেন্ট একসাথে সিলেক্ট করেও কাজ করতে পারবেন।
যেমন ঃ কমেন্ট কে স্প্যাম এ মুভ করা বা ট্র্যাশ এ ফেলা।
যেমন আমি এখানে নয়টি ইমেজ সিলেক্ট করলাম এই পোষ্টে আপলোড করব বলে।
তাহলে আর দেরি করে কি হবে।
এক্ষুনি ডাউনলোড করে নিন ওয়ার্ডপ্রেস এর অফিশিয়াল নতুন সংস্করণ এর এন্ড্রুয়েড অ্যাপটি।
Download Link: