Site icon Trickbd.com

গ্রামীণফোন এবং বাংলালিংক সিম দিয়ে ফ্রিতে ডাউনলোড করে নিন কয়েকটি কাজের ইসলামিক অ্যাপস!

Unnamed

আজকে আমি কয়েকটি ইসলামিক অ্যাপের তথ্য এবং ফ্রি ডাউনলোডের লিঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমরা যারা মুসলিম তাদের জন্য এই অ্যাপগুলো খুবই দরকারি বা কাজের। কেননা আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন নিয়মকানুন আছে। তার মধ্যে একটি হলো নামায। তো সেই নামায সহীহ-শুদ্ধভাবে কিভাবে পড়তে হবে সে বিষয়ে আমাদের আগে জানা প্রয়োজন। তারপর আরেকটি হলো আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কুরআন সহীহ-শুদ্ধভাবে পড়া। এইসব বিষয়ে জানতেই আমরা নিচের অ্যাপসগুলো ব্যবহার করতে পারি। আর এই অ্যাপসগুলা আপনি সম্পূর্ণ ফ্রিতে গ্রামীণফোন ও বাংলালিংক সিম দ্বারা ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ডাটা/এমবি খরচ ছাড়াই।
.
মাখরাজ :
মাখরাজ (Makhraj) আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ শেখার ও বানান করে কুরআন পড়ার জন্য একটি অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটি বাংলা ভাষাভাষী যারা আরবি শিখতে চান ও কুরআন দেখে পড়া শিখতে চান শুধুমাত্র তাদের জন্য। Makhraj কুরআন শেখার জন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত। সঠিক উচ্চারণ ছাড়া, আরবি শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যেতে পারে। তাই কুরআন পড়তে হলে হরফ, হরকত চেনা ও উচ্চারণ শেখার বিকল্প নাই। makhraj শেখা আমাদের আরবি ভাষা ও সাহিত্যের দিকে আগ্রহী করে তুলবে।

এই অ্যাপ্লিকেশনটি বাচ্চাদের আরবি ভাষা শেখার পাশাপাশি কুরআন শেখার জন্য ব্যবহার করা যেতে পারে। এটাতে লিখা অনুশীলনের ব্যবস্হাও রয়েছে। বাঙ্গালী প্রতিটি মুসলমান এর জন্য জরুরী অ্যাপ। সফটওয়্যারটির ফ্রি ডাউনলোড লিঙ্ক – http://server.appsclub.com/media/1715/1715824/137513.apk
.
হাফিজি কুরআন :
অ্যাপটি মুসলমানদের পবিত্র মহাগ্রন্থ আল কুরআন বিষয়ক। এই অ্যাপটিতে অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, যা আপনি ইন্সটল করার পর দেখতে পাবেন। এটি সম্পূর্ণ অফলাইন একটি সফটওয়্যার।

এই সফটওয়্যারটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে বানানো হয়েছে। আরবি ভাষার পাশাপাশি আমাদের বাংলা ভাষা, ইংরেজি, ফ্রান্সিস, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান, জার্মান, মালাউ, তুর্কীশ, উর্দূ ও হিন্দি। সফটওয়্যারটির ফ্রি ডাউনলোড লিঙ্ক – http://server.appsclub.com/media/1715/1715822/137513.apk
.
নামাযের সময় :

চিরস্থায়ী ক্যালেন্ডার এখন আর পকেটে করে ঘোরার দরকার নেই। আপনার জেলার জন্য যে কোন তারিখের নামাজের আউয়াল ওয়াক্ত এর সময় জানতে পারবেন। জানতে পারবেন ইফতার, সেহরির সময়, তাহাজ্জুদের শেষ সময়, ইশরাকের শুরু সময় ইত্যাদি। নামাজের সময় অ্যাপ এ পাচ্ছেন সারা-বছরের, সকল-জেলার নামাজের সময়-সূচি।

নামাজ শিক্ষায় আনা হয়েছে পুরুষ-মহিলার নামাজের পার্থক্য, ওযু, আজান, মসজিদ, সূরা, বিশেষ নামাজ, ইস্তেঞ্জা, গোসল, তায়াম্মুম, নামাজের ফরজ-ওয়াজিব ইত্যাদি। এছাড়া ওয়াক্ত / জামাতের সময় হিসাবে অ্যালার্ম সেট করতে পারবেন। ইংরেজি ক্যালেন্ডারের সাথে মিলিয়ে আরবি/হিজরী তারিখ। সফটওয়্যারটির ফ্রি ডাউনলোড লিঙ্ক – http://server.appsclub.com/media/1715/1715830/137513.apk
.
নামায শিক্ষা :
নামায শিক্ষার আরেকটি সফটওয়্যার। পুরুষ মহিলাদের নামাজের মাসায়েল, সুরা, রোকন, অডিও, বাংলা উচ্চারণ, অর্থসহ। এই অ্যাপটিতে যে সমস্ত নামাজের সূরা (পবিত্র কোরআন থেকে নেয়া), দোয়া সমূহ ( আল কুরআন এবং হাদিস থেকে নেয়া ) এবং মাশআলা, মাসায়েল আছে দেয়া হয়েছে (আরবি, বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ-সহ); সেগুলা হচ্ছে : আজান, ওজু, মসজিদ, আকামাত, তাকবিরে তাহ্‌রিমা, সানা, রুকু, ক্বওমা, সিজদা, তাশাহুদ, দোয়া কুনুত, দোয়া মাছুরা, দরুদ।

সুরার মধ্যে সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ দুই আয়াত, আয়াতুল কুরসী, সূরা আল-কাহাফ, সূরা ওয়াকিয়া, সূরা হাশরের শেষ তিন আয়াত, সূরা আল-মূলক 
,সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাফিরুল, 
সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সালাম, মোনাজাত, দু’আ-ই মাসুরাহ, ইস্তিঞ্জা, গোসল, তায়াম্মুম মাসায়েলগুলো মুফতী মনসূরুল হক (দাঃ বাঃ) এর ‘নামায শিক্ষা ও ইমামদের দায়িত্ব’ কিতাব থেকে নেয়া। সফটওয়্যারটির ফ্রি ডাউনলোড লিঙ্ক – http://server.appsclub.com/media/1715/1715826/137513.apk
.
দু’আ :
দৈনন্দিন জীবন, নামাজ নিয়ে কুরআন, হাদিসের জনপ্রিয় দু’আ দুরুদ ও ইস্তেগফার সমূহ অডিও, অর্থ, উচ্চারণসহ নিম্নোক্ত বিষয়ের উপর দু’আ , ১. ঈমানীয়াত ২. প্রাত্যহিক দু’আ দুরুদ ও ইস্তেগফার সমূহ ( ঘুম , খানা , কাপড় , চলা-ফেরা , টয়লেট , দেখা-সাক্ষাত , লেন-দেন ,বাজার , সফর) ৩. সাংসারিক , বিবাহ, ঘর সংক্রান্ত ৪. বালা-মসিবত , অসুস্থতা, ভয়-ভীতি , ঝড়-বৃষ্টি , কবর সংক্রান্ত ৫. দুরুদ ইস্তেগফার ,রব্বানা, আল্লাহুম্মা ৬. নামাজ সংক্রান্ত সকল দুআ সমূহ (তাকবীরে তাহরিমা, সানা, সুরা, রুকু, তাসবীহ , কওমা, জাল্সা, সিজদা, তাশাহুদ, সালাম, দু’আ মাসুরাহ এস্তেখারা, জানাজা , সালাতুল হাজত, সালাতুত তাসবীহ ) ৭. রোজার দুআ সমূহ (চাদ , সেহরী , ইফতার ) ৮. হজ্জের দুআ সমূহ (তালবিয়াহ , হাজরে আসওয়াদ , তওয়াফ , জমজম ,সাফা-মারওয়া , আরাফাহ, কুরবানী, কঙ্কর মারা ) ৯. ঈদের সকল দু’আ দুরুদ ও ইস্তেগফার সমূহ সকল দু’আ কোরান ও হাদিস এর আলোকে নির্ভরযোগ্য মাধ্যম থেকে নেওয়া।

হাক্কানী ওলামা দ্বারা সম্পাদনা করা এবং মাদ্রাসার তলবে-এলেম দ্বারা শুদ্ধ উচ্চারণে রেকর্ডকৃত। সফটওয়্যারটির ফ্রি ডাউনলোড লিঙ্ক – http://server.appsclub.com/media/1715/1715823/137513.apk
.
তাসবীহ :
তাসবীহ শব্দটি উর্দূ এবং ফার্সি ভাষা। এর আরবি হলো – মিসবাহা অথবা সুবহাহ। আমরা সকলেই মোটামুটি তাসবীহ পাঠ করি। নামাযের পর অথবা অন্য যেকোনো সময়ে।

তাসবীহ আমরা গণনা করে পড়ি। তো তা এই সফটওয়্যারের মাধ্যমেই ঘুনে ঘুনে পড়া যাবে। সফটওয়্যারটির ফ্রি ডাউনলোড লিঙ্ক – http://server.appsclub.com/media/1715/1715828/137513.apk
.
বিঃ দ্রঃ আপনার সিমে কোনো টাকা বা এমবি রাখা যাবেনা। তানাহলে কাটতেও পারে। সফটওয়্যারগুলো ডাউনলোড করতে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করতে পারেন। যার যেই ব্রাউজার দিয়ে হয় চেষ্টা করেন।
.
এইরকম আরো ফ্রি ডাউনলোড লিঙ্ক পেতে এই ফেসবুক গ্রুপে – “TripsBD – ট্রিপসবিডি (ফ্রি ডাউনলোড)” জয়েন করুন এবং আমার ফেসবুক পেইজে www.facebook.com/WAMahbubPathan লাইক দিন।