Site icon Trickbd.com

রিকভার করে ফেলুন আপনার মোবাইল থেকে ভূলে ডিলিট করে ফেলা যে কোন ছবি, ভিডিও, সিডিও, ফাইল।

Unnamed

আপনি কি মোবাইলে থেকে ভূল করে আপনার কোন
গুরুত্তপূর্ণ ছবি, ভিডিও, ফাইল ডিলিট করে দিয়েছেন ?
আর শুরু করেছেন কান্নাকাটি ? মাথা দেয়ালে
ঠুকরাচ্ছেন আর রক্ত গরাচ্ছে ? এখন কি করবেন?
তাহলে এই টিউনটি শুধুমাত্র আপনার জন্য। কান্নাকাটির
দিন শেষ (আরও অনেক আগেই শেষ হয়েছে যদি আপনি
না জেনে থাকেন)।
আজকে আমি এমন একটি অ্যাপস এর সাথে পরিচয়
করিয়ে দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই ভুলক্রমে
যে সকল ছবি, ভিডিও, সিডিও (সিডিও কি জানেন না?
আমিও জানি না), ফাইল ডিলিট করে দিয়েছিলেন
আপনার মোবাইল থেকে, সেগুলি রিকভার/রিস্টোর/
ব্যাকআপ/চেকআপ সব করতে পারবেন। অ্যাপসটির নাম
হচ্ছে DUMPSTER এবং এটি আপনি নিচের ডাওনলোড
লিংক থেকে ডাওনলোড করে নিতে পারেন।

ডাওনলোড লিংকঃ Dumpster Undelete & Restore Pictures and Videos
ডাওনলোড করার পর মোবাইলে অ্যাপসটি ইন্সটল করে
নিবেন। ইন্সটল কিভাবে করতে হবে সেটি জানতে
চাহিয়া লজ্জা দিবেন না। ইন্সটল করার পর অ্যাপসটি
ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সামনে নিচের
স্ক্রীনের মত আসবে।

এখন আপনি যদি আপনার মোবাইল থেকে কোন কিছু
মনের অজান্তে (অর্থাৎ গান গাইতে গাইতে) ডিলিট
করে দেন তাহলে সেটি এই অ্যাপসটিতে জমা হয়ে
যাবে অনেকটা নিচের স্ক্রীনের মত।

তারপর আপনি সেখান থেকে আপনার ডিলিট করা ফাইল
রিকভার করতে পারবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ টিউনটি পরার জন্য।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার নিজের
খেয়াল রাখবেন। আর অবশ্যই মা-বাবার খেয়াল
রাখবেন। তারা আমাদের কাছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ।

(আমি টেকটিউনস এ নতুন। টিউন পরতেছি অনেক অনেক
আগে থেকে (মনে হয় সাড়ে দুই বছর ধরে), কিন্তু টিউন
দিচ্ছি মাত্র কয়েকদিন হল। তাই সমস্ত ভূল ত্রুটিক্ষমা
করবেন। কারন আপনারা জানেন Man Is Mortel – মানুষ
মাত্রই ভূলশীল !)
ধন্যবাদ ।
যারা ওয়েবসাইট বানাতে অথবা কাজ শিখতে চান তারা আমাদের সাইটে দেকতে পারেন ,,সকল টিপস দেয়া আছে (a-z)

NewTips25.Com