সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন?
আজকের এই পোস্টে আমি দারুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। কিভাবে আপনার ফোনে একটা এপ ডাবল করে ব্যবহার করবেন।
উদাহরণস্বরুপ আপনার দুইটা whatsapp account আছে। কিন্তু আপনি আপনার ফোনে একটার বেশি ব্যবহার করতে পারছেন নাহ।
তাই আজকের পোস্ট – কিভাবে একটি ফোনে আপনার পছন্দের এপ টি দুইটি একাউন্ট ব্যবহার করবেন। চলুন শুরু করি।
আপনারা Parallel Space নামে এই app টা ডাউনলোড করে নিন।
এবার ওপেন করে দেখুন Add App নামে অপশন আছে।
এখানে প্রবেশ করে দেখবেন
আপনার মোবাইলের সব এপ দেখাচ্ছে। এবার আপনার পছন্দ অনু্যায়ী এপ সিলেক্ট করুন।
তারপর নিচের ছবির মত করুন।
কিছুক্ষন অপেক্ষা করুন। এরপর আপনার সেই এপ রেডি হবে। তারপর app icon এ ক্লিক করুন। দেখুন আপনার মোবাইলে অই এপের আরেক টা নতুন এপ চালু হচ্ছে
। এভাবেই আরেক টা এপ পেয়ে গেলেন।
যারা আগেই জানতেন এইটা, তাদের জন্য কিছু বলার নাই।
যারা নতুন শিখলেন তারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন নাহ।
আজকে এখানেই শেষ।
কারো যদি ভিডিও র মাধ্যমে দেখতে ইচ্ছা হয় তারা দেখতে পারেন। কিভাবে app copy করা হয়
(কেউ ফেসবুকে এড দিতে চাইলে মেসেজ দিবেন প্লিজ। না হলে অজ্ঞাতনামা বলে রিকু একচেপ্ট করবো নাহ।)
টাটা ✌✌✌