Site icon Trickbd.com

এইবার ম্যাপ থেকে খুজে নিন যেকোন জায়গার জনপ্রিয়, সবচেয়ে বেশী দেখা ভিডিও গুলো :D

বাংলাদেশে সবচেয়ে বেশী বার কোন ভিডিও টা দেখা হয়েছে ইউটিউবে? আপনার এলাকার আশেপাশে কোন কোন ভিডিও গুলো সবচেয়ে বেশী জনপ্রিয় অথবা সবচেয়ে বেশীবার দেখা হয়েছে? প্রশ্ন গুলোর উত্তর হয়তো এখন আপনার কাছে নেই, আমার কাছে ও কিছুদিন আগে ছিলো না :p

আপনি হয়তো কখনো খেয়াল করেন নি আপনার আশেপাশের ১ কিলোমিটার এলাকার ভিতর কতো সুন্দর সুন্দর ভিডিও লুকিয়ে আছে, খেয়াল করার সুযোগ ও হয়তো এত্তোদিন ছিলো না… সেই সুযোগ করে দিতেই “TubeMap” এর আগমন … আপনাদের জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে বিশ্বমানের এই এপটি তৈরী করেছে একজন বাংলাদেশী এপ ডেভেলপার।

চলুন এক নজরে দেখে নেয়া যাক এপ এর ফিচার গুলো… কি কি কাজ করতে পারে এই “TubeMap”…

ভিডিও টা দেখে নিন ~TubeMap – Explore the video world

১। আপনার আশেপাশের সবচেয়ে ভালো মানের ভিডিও গুলো খুজোনঃ

এপ টির মাধ্যমে আপনার আশেপাশে থাকা ভালো ভিডিও গুলো খুজে পাবেন সহজেই, এপ টি চালু করুন , এটি আপনার লোকেশন একসেস চাইলে একসেস দিন।  এখন উপরের দিকের ডানের লোকেশন বাটন টায় ট্যাপ করলেই আপনার লোকেশনে নিয়ে যাবে এপটি। এখন ভাসমান ভিডিও আইকন টা ক্লিক করলেই দেখবেন আপনার আশেপাশের সবচেয়ে ভালো ভিডিও গুলো আপনার সামনে হাজির 😀

২। কোন নির্দিষ্ট জায়গার জনপ্রিয় ভিডিও গুলো বের করুনঃ

এপ টা চালু করলেই আপনাকে একটা ম্যাপ এ নিয়ে যাবে, সেই ম্যাপ থেকে খুজে খুজে যেকোন জায়গায় ট্যাপ করুন… এবং ভাসমান ভিডিও আইকন টা সিলেক্ট করলেই সেই জায়গার ভালো ভিডিও গুলো পাবেন… ইচ্ছা করলে আপনি আপনার সিলেক্ট করা জায়গার পরিধি বাড়াতে বা কমাতে পারবেন।

৩।যেকোন দেশের সবচেয়ে ভালো ভিডিও গুলো বের করুন:

এপটির ড্রয়ার এ দুনিয়ার সব দেশের লিষ্ট দেয়া আছে… সেখান থেকে যেকোন দেশ পছন্দ করে সে দেশের ভালো ভিডিও গুলো এক ট্যাপেই পেয়ে যাবেন 😀 এটা দেখে খুশি হবেন দেশগুলার লিষ্ট এ সবার উপরে বাংলাদেশ এর নাম …

ড্রয়ার টি পেতে উপরের বামের হ্যাম বার্গার আইকনে ক্লিক করুন।

৪। পুরো পৃথিবীর মাঝে সবচেয়ে বেশী দেখা, সবচেয়ে বেশী জনপ্রিয় ভিডিও গুলো বের করুনঃ

ড্রয়ার থেকে “Worldwide” অপশন টা সিলেক্ট করুন এবং দুনিয়ার সবচেয়ে বেশী দেখা ভিডিও, সবচেয়ে বেশী জনপ্রিয় ভিডিও গুলো আপনার সামনে হাজির হবে 😀

৫। একটি নির্দিষ্ট ক্যাটাগরীর ভিডিও দেখুন

ভিডিও লিষ্ট গুলোর মাঝ থেকে আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করার ও অপশন রয়েছে।

 

৬।আবিষ্কার করা পছন্দের ভিডিও টি সেভ করে রাখুনঃ

এত্তোক্ষন তো অনেক ভিডিও আবিষ্কার করলেন, এখন কোন ভিডিও আপনার ভালো লাগলে সেটা পরবর্তীতে দেখার জন্য সেভ ও করে রাখতে পারেন… পরবর্তীতে সেভ করা ভিডিও গুলো প্লে লিষ্ট আকারে একটার পর আরেকটা দেখতে পারবেন 😀

ডাওনলোড লিংকঃ

প্লে ষ্টোর থেকে ডাওনলোড করুন ~ TubeMap

ডাইরেকট ডাওনলোড লিংক ~ TubeMap.apk

 

আর দেরী কিসের, ভিডিও খুজার জন্য পুরো দুনিয়া ভ্রমন শুরু হয়ে যাক 😉

 

বিঃদ্রঃ

যেখানে ১৮+ আজাইড়া মার্কা টাইটেল এর এপ গুলা বাংলাদেশের প্লে ষ্টোর এ রাজত্ব করছে সেখানে দেশী ডেভেলপার এর তৈরী এই ধরনের আন্তর্জাতিক মানের এপ যেটা দেশটাকে সবার সামনে তুলে ধরছে সেটাকে শেয়ার করবেন , নাকি করবেন না সেটা আপনার উপর ছেড়ে দিলাম 🙂

ভালো থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন 🙂