এটা আপনার ফোনের মিসকল এলার্ট এপ্লিকেশন হিসেবে কাজ করবে। যদি কোন কল মিস করেন আব মেসেজ আসে তাহলে সাধারণত এন্ড্রয়েড ফোন কোন সতর্কবার্তা দেখায় না। নোটিফিকেশনে থাকলেও যদি ফোনে আলাদা পালস লাইট না থাকে তাহলে বোঝার কোন উপায় নেই। কিন্তু এই এপ্লিকেশন আপনার ফোনের স্ক্রিনকেই পালস লাইটে পরিণত করবে এবং নির্দিষ্ট সময় পরপর ফ্ল্যাশ করে এলার্ট করে দেবে আপনাকে।
প্রথমে Missed Messages Flash Alert সফটওয়ার ডাউনলোড করে নিন
কিভাবে ব্যবহার করবেন:::
এপ্লিকেশন ইন্সটল করে চালু করুন। নিচের ছবির মত টিক দিয়ে এনেবল (Enable) করুন।
আরও যেসব ক্ষেত্রে এলার্ট করবে আপনাকে সেগুলো হচ্ছেঃ
১.ক্যালেন্ডার
৩. জিমেইল
৪. Go SMS pro
৫. Google +
৬. Google Talk
৭. Google Voice
৮. K9 Mail
৯. Skype
১০. WhatsApp
কতক্ষণ ধরে এলার্ট করবে সেটার সেটিংস ঠিক করে দিন নিচের ছবির মতঃ
যদি চান স্ক্রিন ফ্ল্যাশ করার সাথে ভাইব্রেট করবে তাহলে ছবির ১ এবং যদি চান এলার্টের সাথে সাউন্ড করাতে তাহলে ছবির ২ দেখুনঃ