Android ফোনে ভিডিও কনভার্ট করার জন্য অনেক App রয়েছে, কিন্তু সেগুলো ব্যবহার করলে ভিডিওর সাইজ তো কমে কিন্তু সেই সাথে ভিডিওর কোয়ালিটি ও খারাপ হয়ে যায়। ?
।
আমরা অনেকেই মোবাইল ডাটা দিয়ে ইউটিউব ইউস করে থাকি, তাই কোন HD ভিডিও আপলোড করতে অনেক বেসি ডাটা খরচ হয়, আপনি এই আপ ব্যবহার করে HD ভিডিওগুলোর সাইজ কমাতে পারবেন আর এতে ভিডিওর ও কোয়ালিটি খারাপ হবে না।
।
স্ক্রিন রেকর্ড করা ভিডিও গুলোর সাইজ ও কমাতে পারবেন। ?
।
এবার মূল পোস্ট এ আসা যাক ?
।
এতক্ষন যে ভিডিও কমপ্রেশাররের কথা বললাম তার নাম –
Name :
VidCompact।
।
সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য Play Store এ গিয়ে VidCompact লিখে সার্চ করুন।
।
এবার App টি Install করে ওপেন করুন।
।
নিচের স্ক্রিনশট এর ন্যায় Trim & Compress এ ক্লিক করুন।
।
।
এবার যে ভিডিওর সাইজ কমাবেন সেটা সিলেক্ট করুন।
।
এবার দেখুন ভিডিওর নিচে বাম পাশে ভিডিওর রেজুলেশন দেয়া আছে সেখানে ক্লিক করে আপনার প্রয়োজন মতো রেজুলেশন সেট করুন। না বুঝলে নিচের স্ক্রিনশট টা দেখুন।
।
।
then
।
।
এবার আপনার কাজ শেষ এখন শুধু সেভ করার পালা? ।
ভিডিও টি সেভ করার জন্য নিচের স্ক্রিনশট এ দেখানো উপরে ডান কোনায় ক্লিক করুন।
।
।
এবার Save To Gallery তে ক্লিক করুন। ভিডিও কম্প্রেস এর কাজ শুরু হয়ে যাবে। এখন কিছুক্ষন সময় লাগবে আর সময়টা আপনার ফোনের RAM এবং প্রসেসরের উপর নির্ভর করবে।
।
কম দামী ফোন গুলাতে ব্যাকগ্রাউন্ডে না করায় বেটার। আর ব্যাকগ্রাউন্ড এ রাখলেও অন্য কাজ যেমন ভিডিও দেখা গেমিং এসব করা যাবে তাহলে কেটে যেতে পারে আবার সময় ও বেশি লাগবে।
।
।
পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যয় ট্রিকবিডির সাথে থাকবেন। কোন ভুল ভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।