Site icon Trickbd.com

[Hot Post]এবার Ridmik Keyboard কিবোর্ডের Background চেজ্ঞ করুন ইচ্ছে মত,তাও আবার HD তে(With Screenshot)

Unnamed

আশা করি সবাই ভালোই আছেন।প্রতিবারের মতো এবারে আরেকটি টিউন নিয়ে হাজির হলাম।টিউনটি যারা জানেন না তাদের জন্য,আর যারা জানেন তাদের বেকার সময় ব্যায় করার দরকার নাই।
তো চলুন বেশি কথা না বলে কাজে চলে যাই।কাজ করতে হলে আপনার যা যা প্রয়োজন হবে তা হলো:
i) APK Permission Remover এপস্
ii) Ridmik Keyboard এপস্
iii) যে ছবি দিতে চান সেটা।
এবার কথা হলো এগুলো পাবো কথায়?উত্তর:প্লে স্টোরে সার্চ দিলে পাবেন।আপনারা যদি বলেন এত কষ্ট কে করবে,তাহলে আমি বলব কষ্ট করতে না চাইলে নিচ থেকে নামিয়ে নিন।
Download here
i)APK Permission Remover এপস্
ii)Ridmik Keyboard এপস্
iii)এটা আপনার মেমরিতে আছে।
ডাউনলোড শেষ,এবার একটি একটি করে ইনিস্টল মারেন।আশা করি এটা শিখিয়ে দিতে হবে না।
এবার আপনার আসল কাজ শুরু।এবার আপনাকে যা করতে হবে,এপস্ টি ইনিস্টল হলে নিচের মত দেখতে পাবেন।ঠিক নিচের মত….
1.
এবার এপস্ টি অপেন করুন।অপেন করলে নিচের মত দেখতে পাবেন।এখান থেকে “Open an apk” যান।ঠিক নিচের মত…
1.
এবার দেখুন আপনার ফাইল ম্যানাজারে চলে গেছে।একন আপনার কাজ যেখানে “Ridmik Keyboard” ডাউনলোড করেছেন সেখানে যান।এবার এখান থেকে “Ridmik keyboard” সিলেক্ট করুন।ঠিক নিচের

মত….
1.
এবার এখানে অনেক অপসন পাবেন,এখান থেকে “IMAGE”অপসন এ যান।যাওয়ার পর আঙ্গুল দিয়ে টান মেরে ডিসপ্লের নিচে চলে যান।ঠিক নিচের মত…..
1.
2.
এবার এখান থেকে “1.res/drawable/keyboard_background_lxx_dark.9.png”,2.”res/drawable/keyboard_background_lxx_light.9.png, প্রথমে,প্রথমটার কাজ করুন।প্রথম নামের উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন।এবার “Replace With” নামে একটি অপশন পাবেন সেখানে যান।ঠিক নিচের মত…..
1.
2.
এবার দেখুন আপনার মেমরি কার্ডে চলে গেছে।এখান থরকে আপনার পছন্দের ছবি বাছাই করুন।আমি আমার মত করলাম।দেখুন ঠিক নিচের মত…
1.
এভাবেই দুটোই পরিবর্তন করুন।ঠিক নিচের মত করে…
1.
এবার নিচে দেখুন “Save & Install” অপশন আছে সেখানে চাপ মারুন।ঠিক নিচের মত….
1.
ইনিস্টল হয়ে গেলে সেটা অপেন করুন।ঠিক নিচের মত…
1.
এবার “You need to set Ridmik Keyboard as the default keyboard of your device. Please click OK and then select Ridmik Keyboard from the list” এই ম্যাসেজটি দিবে এখানে আপনি “Ok” করে দিন।ঠিক নিচের মত…..
1.
এবার ডিফল্ট কীবোর্ড হিসেবে “Ridmik keyboard”সিলেক্ট করুন।ঠিক নিচের মত….
1.
এবার যেকোন একটা নাম বা নিউ ফোল্ডার বানিয়ে রিনেম করুন,দেখুন আপনার “Keyboard Background” চেজ্ঞ হয়ছি।ঠিক নিচের মত…
1.
2.

আপনার কাজ শেষ।আশা করি সবাইকে বুঝাতে পেরেছি।
যে কোন প্রয়োজনে ফেসবুকে আমি

Jibon Ray

আমার ছোট সাইটটিতে ঘুরে আসার আমন্ত্রন রইলো।

TrickZone.ML

Exit mobile version