Site icon Trickbd.com

(Ridmik Keyboard) এর মাধ্যমে ফেসবুকের মেসেজ কমেন্ট ও পোস্ট এ দিন বিভিন মনের মত ইমোজি। By Sk Shipon

Unnamed

আসসালামুআলাইকুম।
আপনার সবাই ভাল আছেন তো?
আমি খুব ভাল।
ট্রিকবিডির সাথে যারা আছেন তারা সব সময় ভালই থাকে।
আমার পোস্ট গুলো ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আমি নতুন তাই ভুল হলে ক্ষমার দৃস্টিতে দেখবেন।

এবার কাজের কথায় আসি,
আমরা অনেকে কম যামের এন্ড্রয়েড ফোন ব্যবহার করি।
তাতে Facebook এপ্স ইন্সটল করতে পারি না।
এবং ইন্সটল করলেও ফোন হ্যাং করে।
যার কারনে আমরা ইমোজি দিয়ে পোস্ট করতে পারি না।

আজ দেখাব Facebook এন্স ছাড়াই সুন্দর সুন্দর ইমোজি ফেসবুকের পোস্ট কমেন্ট মেসেজে দেব।
এ কাজটি করার জন্য একটা keyboard থাকা লাগবে।

আমরা অনেকে বাংলা লেখার জন্য ও এ Ridmik keyboard ব্যবহার করি। এ keyboard টি দরকার এ কাজটি করার জন্য।


থাকলে ভাল।
আর না থাকলে নিচ থেকে ডাউনলোড করুন:

Ridmik Keyboard

এবার আপনার ফোনের সাথে সেট আপ করুন।

তার পর নিচের স্কীনসট গুলি দেখেন

আপনি মেসেজ কিংবা কমেন্ট যা লেখার দরকার তা লেখুন। (সরাসরি শুধু ইমোজি ও দিতে পারেন)

এবার এখানে চেপে ধরুন। দেখেন ইমোজি সো করছে আপনার মনের মত ইমোজি বসান

আরো ইমোজি পেতে এখানে ক্লিক করুন।

এবং সাবমিট দেন।

দেখেন আমি আমার মত ইমোজি দিছি

আপনি আপনার মনের মত ইমোজি যোগ করতে পারবেন।এবং পোস্টে কমেন্ট এ ও মেসেজে দিতে পারবেন।

এখানে এ গুলি মোট ইমোজি দেয়া আছে

এই keyboard এ

আমার সাইট থেকে একবার ঘুরে আসেন

আমার ফেসবুক পেজ সবাই লাইক দিবেন প্লিয
সবাইকে ধন্যবাদ