Site icon Trickbd.com

দারুন ফটো ইফেক্ট তৈরি করার জন্য ২০ টি সেরা ফটোগ্রাফি এন্ড্রয়েড অ্যাপ

বন্ধুরা, আমি নাজমুল। অনেক দিন পর তোমাদের সাথে।

বর্তমানে মানুষের হাতে হাতে এন্ড্রয়েড স্মার্টফোন। ছেলে বুড়ো সবাই এখন এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন। আর তাই এখন ফটোগ্রাফির নেশাটাও ছড়িয়ে গেছে ছেলেবুড়ো সকলের কাছে। বর্তমানের স্মার্টফোন গুলোতে বেশ ভালোমানের ক্যামেরা থাকে, যা দিয়ে বেশ দারুন ফটোগ্রাফি করা যায়। আর সেই সুযোগ টা কাজে লাগিয়েই সবাই মনের ইচ্ছে মত ফটোগ্রাফি করে তার চমৎকার প্রিয় এন্ড্রয়েড স্মার্টফোনটি দিয়ে।

আপনিও কি স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন? না, না! আপনার বাসায় কাওকে বলবো না ? বরংচ আমি তো আপনার জন্য বেশ দারুণ কিছু অ্যাপ নিয়ে এসেছি। যা আপনার এই ফটোগ্রাফির নেশাটাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাবে!

হ্যা! এখন আপনার স্মার্টফোনে তোলা ফটো গুলোকে স্মার্টফোনের কিছু অ্যাপ দিয়ে দারুন ভাবে এডিট করতে পারবেন। পারবেন চমৎকার সব ইফেক্ট এ ভাসিয়ে দিতে, আরো পারবেন ফ্রেম এ আবদ্ধ করতে!

আমি আপনার জন্য এনেছি সেরা ২০ টি এন্ড্রয়েড ফটো এডিটর। আমার এই লিস্ট এ রয়েছে জনপ্রিয় Instagram আরো রয়েছে সল্প জনপ্রিয় Photofunia ও। মজার বিষয় হচ্ছে, প্রতিটি অ্যাপ এ রয়েছে ভিন্ন ভিন্ন আলাদা ইফেক্ট। আর আমি বিশ্বাস করি এসব ইফেক্ট আপনার ফটোগ্রাফিকে ভিন্ন মাত্রা এনে দিবে!

Instagram
প্রায় ১৫০ মিলিয়নের বেশি মানুষ ইন্সটাগ্রাম পছন্দ করেন। আপনার প্রাত্যাহিক জীবনের বিভিন্ন মুহুর্তে গুলোকে ক্যাপচার করে সবার সাথে শেয়ার করার এটি একটি সহজ উপায়। আপনার ছবিগুলোকে এর সাথে থাকা কাস্টম ফিল্টার দিয়ে দারুণ ভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনার কাজের প্রতিটি মুহুর্তকে সৃতিতে রূপান্তরিত করুন, আর শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সাথে।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.instagram.android

Photoshop Mobile
এটি ফটোশপের মোবাইল ভার্সন। তবে এতে পিসির মত এতো সব ফিচার নেই। তবে বেশ ভালো ফিচার আছে। ছবি ক্রপ করা, রোটেট করা, কালার এডযাস্ট ইত্যাদি করা যায় এতে। এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার ও করা যায়।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.adobe.psmobile

FX Camera
এই অ্যাপ এর সাহায্যে আপনি প্রায় ৩০ টি ইফেক্ট এ ছবি তুলতে পারবেন। প্রতিটি ছবিই আপনার ভালো লাগবে! আর এর সব কিছুই ফ্রীতে!

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=ymst.android.fxcamera

PicSay
আপনার মোবাইল এর ছবি গুলো স্পাইসাপ করে নিন এই এওয়ার্ড উইনিং অ্যাপ এর সাহায্যে। এটি ১৩ মেগাপিক্সেল পর্যন্ত হাই রেজুলেশন ইমেজ সাপোর্ট করে। শার্প করা, রেড আই রিমুভ করা, টেক্সট এড করা, টেক্সট বাবল এড করা, স্পটলাইট দেয়া ইত্যাদি অনেক কিছুই করা যায় এই অ্যাপ এর সাহায্যে!

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.shinycore.picsaypro

Snapseed
Snapseed এমন একটি অ্যাপ যা আপনি প্রতিদিন ব্যবহার করতে চাইবেন! দারুণ সব ফটো ইফেক্ট সবই আপনার হাতের মুঠোয়।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.niksoftware.snapseed

Photo Editor by Aviary
Aviary একটি শক্তিশালি ফটো এডিটর যেটি দ্রুত ফটো এডিট করার জন্য তৈরি হয়েছে। এতে বেশ কিছু প্রয়োজনীয় টুল রয়েছে, যা আপনার বেশ কাজে লাগবে।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.aviary.android.feather

Pixlr Express

Pixlr Express একটি দারুণ ফটো এডিটর। এর সাহায্যে আপনি দ্রুত ফটো ক্রপ, রিসাইজ, রোটেট করতে পারবেন। এতে দারুণ সব ইফেক্ট রয়েছে। আপনি আগে কখনো ফটো এডিট না করলেও, এর সাহায্যে খুব দ্রুত আর প্রোফেশনাল ফটো এডিট করতে পারবেন।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.flickr&hl=enhttps://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.flickr&hl=en

Cymera
পোরট্রেইট ছবির জন্য সেরা ক্যামেরা অ্যাপ হচ্ছে Cymera. এতে সব রয়েছে যা আপনি একটি ক্যামেরা এবং ফটো এডিটর এ চান। এবং এটি ছবিকে এওয়ার্ড এর উপযোগী করে তোলে! এতে রয়েছে অনেক লেন্স ইফকেট, ফটো ইফেক্ট, বিউটি ইফেক্ট ইত্যাদি অনেক কিছু!

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.cyworld.camera

PicsArt
এটি সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফটো এডিটর অ্যাপ, যা প্রায় ৮০,০০০,০০০ ইন্সটল হয়েছে। এটি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ফটো আর্টিস্ট দের সোসিয়াল নেটয়ার্ক এবং ফোট গ্যালারি।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio

Photo Grid – Collage Maker
ফটো কলাজ তৈরি করার সেরা ও সহজতম অ্যাপ! লেয়াউট সিলেক্ট করে ফোন নারা দিলেই ফটো রিএরেঞ্জ হয়ে যায়।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.roidapp.photogrid

Pic Collage
এর সাহায্যে আপনি মুহুর্তেই আপনার ছবিগুলোকে ফ্রেম এ আবদ্ধ করতে পারবেন। টেক্সট, স্টিকার ইত্যাদি অনেক ফিচার সহ মুহুর্তেই আপনি একটি দারুণ ফটো কলাজ তৈরি করতে পারবেন যা আপনার বন্ধুরা দেখে হতবাক হয়ে যাবে!

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.cardinalblue.piccollage.google

After Focus
এই অ্যাপ এর সাহায্যে আপনি ডিএসএলআর স্টাইলের ব্লারড ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন খুব সহজেই! শুধু মাত্র ফোকাস এর জায়গা টি সিলেক্ট করে। এছারাও বেশ কিছু ইফেক্ট ও রয়েছে আপনার ছবিকে চমৎকার করে তোলার জন্য!

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.motionone.afterfocus

Vignette
৭০ টির বেশি ফিল্টার ও ৫০ টির বেশি ফ্রেম ব্যবহার করে আপনার ছবিকে ভিন্টেজ ইফেক্ট করতে পারবেন! এই অ্যাপ এ ক্যামেরা ফিচার ও আছে। ডিজিটাল জুমিং, সেলফ টাইমার ইত্যাদি বেশ কিছু ফিচার ও রয়েছে।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=uk.co.neilandtheresa.NewVignette

Camera Zoom FX
এন্ড্রয়েড এর জন্য এওয়ার্ড যেতা একটি ক্যামেরা অ্যাপ। এটি প্রায় 6x পর্যন্ত অপটিক্যাল যুম করতে দেয়। এবং প্রোসেসিং এর সাহায্যে আরো অনেক কিছু করতে পারবেন।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=slide.cameraZoom

Otaku Camera
Otaku Camera এন্ড্রয়েড এর জন্য একটি স্পেশালাইজড ক্যামেরা অ্যাপ। এটি মুলত এনাইম ও মাঙ্গা ফ্যানদের জন্য। এতে বেশ কয়েকটি ফটো ফিল্টার রয়েছে যা যেকোনো ছবিকে এনাইম ও মাঙ্গা ছবিতে রুপান্তর করতে পারে।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.otakumode.otakucamera&feature=search_result

Little Photo
লিটেল ফটো একটি ফটো ফিল্টারিং অ্যাপ। এতে প্রায় ৭০ টি ইফেক্ট রয়েছে। আপনি আপনার ছবিতে ফিল্ম রিটাচ ও বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.littlephoto

Pixlr-o-matic
আপনি আপনার ছবি তে বিভিন্ন রেট্রো ইফেক্ট দিতে পারবেন এবং মুহুর্তে আপনার ছবিকে ভিন্টেজ ছবিতে রূপান্তরিত করতে পারবেন। এতে বেশ দারুণ কিছু ইফেক্ট ও ওভারলে ইফেক্ট রয়েছে যা আপনার ছবিকে ভিন্ন মাত্রা প্রদান করবে।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=pixlr.OMatic

Camera360
Camera360 বিশ্বে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ক্যামেরা অ্যাপ এ পরিণত হয়েছে। এটি দিয়ে প্রোফেশনাল ক্যামেরা ফটোগ্রাফি যায়। এতে বিভিন্ন ফটো ইফেক্ট রয়েছে। এর নিজস্ব ক্লাউড সার্ভিস রয়েছে যার সাহায্যে এক জায়গাতেই আপনি আপনার ফটো এডিট, আপলোড, শেয়ার ইত্যাদি করতে পারবেন।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=vStudio.Android.Camera360&feature=related_apps

Pudding Camera
পুডিং ক্যামেরার ৯ টি কুয়ালিটি ক্যামেরা, ৮ টি সুন্দর ফিল্ম, বিভিন্ন এস্পেক্ট রেশিও, মাল্টি ফ্রেম শট, ক্যামেরা ইফেক্ট ইত্যাদি অনেক কিছু আপনার মোবাইলকে ডিএসএলআর মানের ছবি তুলতে সাহায্য করবে।

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.kth.PuddingCamera

PhotoFunia
আপনার ছবিকে বিল বোর্ড এ স্থাপন করুন, টিভিতে, মেগাজিন এ, নিউজপেপার এ, ওয়াল এ, মোনালিসায় বা আরো অনেক কিছুইতেই! প্রায় ৩৫০ টির ও বেশি টেমপ্লেট এ আপনার ছবি স্থাপন করতে পারবেন এবং খেলা করতে পারবেন আপনার ছবিকে নিয়ে!

➡ গুগল প্লে লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.photofunia.android&hl=en

এর মধ্যে কোন অ্যাপ টি আপনার সবচেয়ে পছন্দ? আপনি কোনটি কোনটি ব্যবহার করেছেন? এই টিউন দেখে কোন অ্যাপ টি আপনার ব্যবহার করতে ইচ্ছে করছে বা করবেন?

ফেজবুকে আমি:: Najmul

Visit Our Website::PostBD24.coM