Site icon Trickbd.com

যে কোন কাজ করতে করতে ব্রাউজিং করুন ভাসমান বাবল অাইকনের সাহায্যে একটি অ্যাপ এর মাধ্যমে।

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন।কেমন আছেন সবাই, আশাকরি সবাই ভালই আছেন।
আমার নাম সৈকত সাহা।সিরাজুল আমার অনেক ভালো বন্ধু,,আমররা একই এলাকায় থাকি,,,,, আমি এই প্রথম ট্রিকবিডিতে পোস্ট করছি তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

অামি অাপনাদের সাথে এমন একটি ব্রাউজিং অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যা দ্বারা অাপনারা যেকোন কাজ করতে করতে একসাথে ব্রাউজিং করতে পারবেন তাও অাবার একসাথে একাধিক সাইট।এই অ্যাপটিতে মেসেনজারের মতো ভাসমান বাবল অাইকন অাসে যার সাহায্যে অাপনি যেকোন কাজ করতে করতে ব্রাউজিং করতে পারবেন।

তাহলে চলুন অ্যাপটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন।
Click here to download

তারপর ওপেন করুন।
তারপর Skip বাটনে ক্লিক করুন।

তারপর তিনটি রেখার স্থানে ক্লিক করুন।
তারপর সিটিং এ যান।
তারপর Engine এ যান।
তারপর Tabs এ Unmark করে দিন।
তারপর হোমে ফিরে অাসুন এবং Url পেজে অাপনি যে সাইটে ডুকতে চান তা লিখে কিবোর্ডের Go তে ক্লিক করুন।যেমন অামি Trickbd.com দিলাম।
তারপর দেখবেন একটা বাবল অাইকন অাসবে,
তারপর সেটাতে ক্লিক করলে সাইট পেজটি ওপেন হয়ে যাবে।
একইভাবে অাপনি একাধিক সাইট ও ব্রাউজ করতে পারবেন। একাধিক সাইট  ব্রাউজ করতে হলে অাবার অ্যাপ এ যান।তারপর Url পেজে একইভাবে যে সাইটে ডুকতে চান তা লিখে কিবোর্ডের Go তে ক্লিক করুন যেমন অামি m.facebook.com দিলাম। ।
তারপর দেখবেন অারেকটি বাবল অাইকন অাসবে
এবার নতুন বাবল অাইকনটিতে ক্লিক করে সেটিও ব্রাউজ করতে পারবেন।

 ভালো লাগলে বলবেন।তাহলে পরবর্তী পোষ্ট করার উৎসাহ পাব।
অামার ফেসবুক লিংক

All Credit-Soikot Saha Joy

সৌজন্যেঃ Trick22.CoM

Exit mobile version