আসসালামু আলাইকুম
….আশা করি সবাই ভালোই আছেন… আমি ও ভাল আছি।
প্রথমে বলে রাখি আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন
না। আমরা এত কষ্ট করে পোস্ট লিখি, গালি শোনার
জন্য??? আপনারা কি আমাদের টাকা দেন?? তাই গালি
দেয়ার আপনার কোনো অধিকার নাই।
তো চলুন শুরু করা যাক….
আপনি কি ফটো Edit করার জন্য ভালো কোনো অ্যাপ পাচ্ছেন না???
তাহলে আপনার জন্যই আজকে আমার এই পোস্ট। আমি আপনাদের জন্য আজকে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি সেই অ্যাপের নাম হলো Teleport …
প্রথমে এটি আপনারা প্লে স্টোরে Teleport
লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করুন। এটার মাধ্যমে আপনি আপনার ছবির Background change,Background Blur,Hair colour, Set custom background সহ আরো অনেক ফিচার ব্যবহার করতে পারবেন।
আর হ্যা এখানে উল্লেখ্য যে আপনারা অনেকেই হয়তবা ছবি Edit করার জন্য Picsart এর মতো অনেক অ্যাপ ব্যবহার করেছেন। এখানে picsart এবং Teleport এর মধ্যে পার্থক্য হলো Picsart এর মতো অ্যাপে কষ্ট করে ছবি Edit করার জন্য Cut. করতে হয় আর Teleport অ্যাপে ছবি Cut করতে হয়না। আর অ্যাপটি একবার ব্যবহার করলেই সব বুঝতে পারবেন।
♦♦♦♦♦♦♣♦♦♦♦♦♦
তো চলুন দেখে নিই কিভাবে কাজ করবেন….. তার Screenshot গুলো দেখুন….
প্রথমে আপনি চাইলে অ্যাপটি open করে Camera দিয়ে ছবি তুলে Edit করতে পারবেন অথবা Gallery থেকে ছবি নিয়ে Edit করতে পারবেন।যেমনঃ
1★★★★
6★★★★
সবাই কে ধন্যবাদ পোস্ট টি কষ্ট করে পড়ার জন্য।