Site icon Trickbd.com

মোবাইল দিয়েই ১০০ mb এর বড় ফাইলকে ২০ mb করে নিন ভিডিও কোয়ালিটি ঠিক রেখেই।

Unnamed

আজ যে সফটওয়্যার টি নিয়ে কথা বলব সেটা একটি কনভার্টার। যেটি দিয়ে যেকোনো ভিডিও এর সাইজ কনভার্ট করে ৫ ভাগের ১ ভাগ করলেও ভিডিও কোয়ালিটি প্রায় একই থাকে। সামান্য একটু কমবেশি বোঝা যায়। আমিও এই রকম একটা এপ খুজেছি অনেক। সবাই বলে এইরকম এপ কম্পিউটার ভার্সন এর টার কথা। মোবাইল এর এইরকম এপ এর কথা কেউ বলতে পারে নি আমায়। পরে অনেক খুজে মোবাইল এর জন্য এরকম একটা এপ পেয়েছি। কারণ আমাদের সবার কিন্তু কম্পিউটার নেই। তাই এই এপ টা অনেকের জন্য জরুরী। বিশেষ করে আমরা যারা ইউটিউব এ কাজ করি তাদের জন্য ভাল একটা কনভার্টার এর প্রয়োজন। কারণ একটা ভিডিও রেকর্ড করলে দেখা যায় তার সাইজ অনেক বড় হয়েছে। অত বড় ফাইল ইউটিউব এ আপলোড করতে গেলে মেগাবাইট ও বেশি লাগে। এছাড়াও ওই ভিডিও যখন কেউ ভিউ করতে যায় তখন অনেক লোডিং নেয়। তাই প্রয়োজন ভাল একটা ভিডিও কনভার্টার যেটা দিয়ে কনভার্ট করলে ভিডিও রেজুলেশন প্রায় একই থাকে এবং মেগাবাইট কমে ৫ ভাগের ১ ভাগ হয়ে যায়। যেমন ৫০ মেগাবাইট এর একটি ভিডিও কনভার্ট করলে তা ১০ মেগাবাইট হবে। এই রকম সফটওয়্যার কম্পিউটার এর জন্য অনেক আছে কিন্তু মোবাইল এর জন্য অনেক খুজে এই সফটওয়্যার টি পেলাম। নিচের লিংক এ ক্লিক করে এপ টি নামিয়ে নিন।

প্লে-স্টোর লিংক
সেটিং টা ভাল ভাবে করবেন। এপ টা নামিয়ে ওপেন করুন তারপর নিচের মত দেখতে পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত ভিডিও টি নির্বাচণ করুন,

সেটিং ভাল ভাবে দেখবেন….





এবার convert এ ক্লিক করুন।

প্রয়োজনে ভিডিও টি দেখুন এবং আর্নিং বিষয়ক পোস্ট পেতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও লিংক

বিঃদ্রঃ কনভার্ট করার সময় এপ মিনিমাইজ করে রাখলে কাজ হবে না।