প্রথমেই মুসলিম ভাইদের জানাই সালাম ও হিন্দু ভাইদের নমষ্কার।
কেমন আছেন বন্ধুরা আসা করি ভালই আছেন।
এটা আমার ট্রিকবিডিতে ২য় পোষ্ট।
প্রয়জন নেই কোন তবলা,গিটার,বাদ্যযন্ত্রের ও ট্যালেন্টের।
গান প্রায় সবাই গাইতে পারে, কেউ একটু কম কেউ একটু বেশি। শুধু একটা মোবাইল আর একটা হেডফোন আপনাকে খুব সহজে গায়ক বানাতে পারে।বেকরাউন্ডে যে কোন গানের মিউজিক ও লিরিক্স পাবেন এই এপসটিতে আর সেটা দেখে দেখে আপনি গান করবেন ।এর আগে হয়ত অনেকেই এই বিষয়ে কম্পিউটার থেকে কিভাবে এই কাজ টি করতে হয় তা শেয়ার করেছে।আর আমি শেয়ার করলাম একদম Easy Way তে কিভাবে সুন্দর সুন্দর গান বানাবেন। আমার কথাগুলা শুনে আসলেই অবাক সকলে হয়ত। আর বক বক করব না এখন ডাইরেক্ট কাজের কথায় আসি।
প্রথমেই প্লেস্টর থেকে Starmaker লিখে Serch করুন।
এরপর ইনস্টাইল করুন এরপর নেট কানেকশন অন করুন এরপর স্কীনশট দেখুন
ফেইসবুক এর মাদ্ধমে একটা আইডি খুলুন এখানে।আপনি ইচ্ছা করলে একদমই নতুন ভাবে Acount খুলতে পারেন মন চাইলে। আমি ফেইসবুক এর মাদ্ধমেই কানেক্ট হচ্ছি।
এরপর স্কীনশট দেখুন
এখন Next বাটন এ ক্লিক করে করে সামনে এগিয়ে যান।
এরপর স্কীনশট দেখুন
আপনার একাউন্ট টি দেখুন এইখানে ক্লিক করে।এখন আপনার Acount খোলা Complite.
এখন আসব আমরা মেইন কাজে।
এখানে colab বাটনে ক্লিক করুন।
এরপর আবার স্কীনশট দেখুন
এখানে আপনার মনের মত গান serch দিয়া বের করুন।আমি একটি ইংংলিষ সং বের করলাম।এরপর Sing এ ক্লিক করুন অথবা স্কীনশট দেখুন।
এরপর স্কীনশট দেখুন
হেডফোন মোবাইলের সাথে কানেক্ট করুন
এখন নিচের দিকে দেখুন গোল একটি লাল কালারের বার রয়েছে সেখানে দেখুন ০% রয়েছে সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পর সেখানে ১০০% কমপ্লিট হবে। এই টাইমের এর মদ্ধে আপনি আপনার কেমেরা সিলেক্ট করুন কালার সিলেক্ট করুন।
এখন গানটির লিরিক্স পেয়ে যাবেন।
সেটা আগে দেখে আপনার সুবিধা মতো পরে নিবেন প্রয়জন হলে। এরপর Start বাটনে ক্লিক করুন। এখন ৫ সেকেন্ড এর মদ্ধে আপনার সারচ করা গানের লিরিক্স উঠবে আর শুধু গানের মিউজিক বাজতে থাকবে আর তখন আপনি লিরিক্স দেখে দেখে গলা মিলাবেন।
আর এভাবেই আপনি যে কোন গান গাইতে পারবেন একদম অরজিনাল গায়ক এর মত। এরপর এটা সেইভ করতে আপনার ফেইসবুকে Post করে দিন।
আর ও ভাল ভাবে বুজতে এই ভিডিও টা দেখতে পারেন ভিডিও টা একটু লং সময় নিয়ে দেখুন। তাহলে একদম সহজ ভাবে বুজতে পারবেন।
আর আমার ভিডিও টি ভাল লাগলে চেনেল টি সাবস্কাইরব করুন।
ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে ক্লিক করুন
আপনাদের ভালো সারা পেলে এরকম আর ও অনেক Post নিয়া আমি হাজির হব।
ধন্যবাদ সকলকে।