প্রথই সকলকে জানাই নমষ্কার ও সালাম।
আপনাদের মোটামুটি ভাল সারা পাওয়ায় আমি আবার হাজির হলাম নতুন আর এক চমক নিয়ে।
Title দেখে হয়ত অবাক সকলে।
আর বক বক করবনা।
স্কীনশট দেখুন
লাইক নামের এই এপস টা ইনস্টাইল করুন।
এরপর সেটে ইন্টারনেট কানেকশন অন করুন।
এরপর
এখানে একটা id Creat করুন।
এরপর
আপনার Create করা Id ওপেন হবে।
মন চাইলে এখান থেকেই কাজ শুরু করতে পারেন কিন্তু আমি বিস্তারিত না বলে শুরু করতে চাচ্ছি না তাই এটা Close করে দিন। আর এইখানে ভিডিও টা দেখুন ভাল লাগলে।
Popular এ গিয়া ভিডিও বাটন টিতে ক্লিক করুন।
এরপর উপরে দু পাশে ২ টি আইকন দেখতে পাবেন। যে কোন একটি সাইটে আইকনে ক্লিক করুন আমি ভিডিও করা আমার মেমরি তে থাকা সেই ভিডিও অপেন করব।
এরপর ভিডিও টি ভাল ভাবে দেখেশুনে ২ সাইটের বার টি দিয়ে ভিডিও টি কাট করব।
এখন আপনি সময় নিয়ে নিখুত ভাবে এইখানের effect গুলা দিবেন আপনার নিজের ইচ্ছামত।
effect গুলা হাতের আংগুল দিয়ে টাচ করে করে আপনার মনের মত গুরিয়ে গুরিয়ে আপনার পছন্দের জায়গায় Use করবেন।
এরপর ইফেক্ট দেয়া হয়ে গেলে আপনি মিউজিক চয়েজ করে দিন একটা। আর এখানের অপশন গুলা আপনি এখন এমনি এমনি বুজে যাবেন। আর কিভাবে effect Use করবেন তা ক্লিয়ার বুজতে আমার ভিডিও টি ভাল লাগলে আপনি দেখতে পারেন।
এরপর সকল কাজ শেষে উপরের স্কীনশট এর একদম উপরে গোল লাল দাগ দেয়া টিক এর উপর ক্লিক করুন।
সবশেষে আপনি এটা যে কোন Socila Media তে শেয়ার করুন এখান থেকে। এরপর আপনার ভিডিও কার ও ভাল লাগলে তারা লাইক,কমেন্ট করবে। আর তা সাথে সাথে আপনার কাছে নটিফিকেশন আসবে।
একটা কথা যেটা স্কীনশটে বুজা না যায় সেটা ভিডিও তে ভাল বুজা যায়।মন চাইলে ভিডিও দেখুন আর ভাল লাগলে চেনেল টি সাবস্কাইরব লাইক কমেন্ট ও শেয়ার করুন।
এতক্ষন ধরে Post টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে ক্লিক করুন