Site icon Trickbd.com

>>>[HOT POST]দেখে নিন Screenshot এর মধ্যে কিভাবে বিভিন্ন জায়গা চিহ্নিত করবেন,তীর চিহ্ন দিবেন এবং লেখাকে Blur করবেন একটি মাত্র এপস দিয়ে।[by Alimul]

Unnamed

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন।আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে,ট্রিকবিডি অথবা বিভিন্ন সাইটে পোষ্ট করার জন্য আমরা Screenshot ব্যবহার করি। এই Screenshot গুলো কিভাবে Edit করে এর মধ্যে নির্দিষ্ট যায়গা BOX অথবা circle চিহ্ন দ্বারা অথবা তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এছাডা Screenshot এর মধ্যে Text ব্যবহার করি এবং অপ্রয়োজনীয় Text/লেখাকে blur করে ঘোলা করে দেই
[N.B:আপনারা যারা Author রা আছেন তারা হয়তো এই বিষয়টা যানেন। কিন্ত আমার এই পোষ্টটি যারা যানেনা(contributer) তাদের জন্য।তাই কেউ বাজে কমেন্ট করবেন না।
তো শুরু করি…..
১.প্রথমে Play store থেকে Screenshot Utility নামের এপসটি নামিয়ে নিন। এবার Open করুন এবং যে screenshot টি Edit করতে চান সেটা Select করুন।


২.নিচের ছবির মত ডানপাশে নিচের আইকনে ।click করুন।

৩.এবার আপনার পছন্দ মতো Text,Box,Blur,Draw,Arrow,Circle যেকোন একটিতে CLICK করুন।[যেটা প্রয়োজন]

৪.এবার আপনার কাঙ্খিত জায়গায় টাচ করে সঠিকভাবে বসিয়ে নিন।

৫.সব কাজ শেষ হলে ডানপাশে একেবারে নিচে Save আইকনে ক্লিক করে সেভ করে নিন।

ধন্যবাদ সবাইকে

Exit mobile version