Site icon Trickbd.com

বাংলা ভাষারও ভয়েস সিস্টেম চালু হলো। বাংলাতে কথা বললেই সেটা লেখা হয়ে যাবে। কিভাবে? চলুন দেখে আসি।

Unnamed

সবাই কেমন আছেন?
আশা করি ভালো আছেন।
আজ আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা ভয়েস দিয়েই সব কিছু লিখতে পারবেন। আগে থেকেই লেখা যেত কিন্তু আগে বাংলা লেখা যেত না।
গুগল প্রতিনিয়তই হালনাগাদ করছে। তাই আমাদের এই বড় পাওয়া। এর জন্য আপনাকে Google Translator ইন্সটল করতে হবে, যাদের আগে থেকেই ছিল তাদের হালনাগাদ অর্থাৎ আপডেট করতে হবে।
তো প্লেস্টোর থেকে কাজটা করে ফেলুন।
তার পর ডাটা অন রেখে অই অ্যাপসটিতে ঢুকুন এবং বাম পাশে বাংলা সিলেক্ট করুন। ডান পাশে যে ভাষায় রূপান্তর করতে চান সেই ভাষা।
তারপর মাইক্রোফোন আইকোন টিতে ক্লিক করেন।



তারপর “বাংলা” লেখাটিতে ক্লিক করে কথা বলা শুরু করে দেন।



এখন বলি অফলাইনে Google Translator কিভাবে চালাবেন?
প্রথমে স্ক্রিনশট লক্ষ করুন।
তারপর ofline translation সিলেক্ট করুন


তার পর ভাষার লিস্ট থেকে আপনি যে ভাষা গুলো অফলাইনে ট্রান্সলেট করতে চান সেগুলো ডাউনলোড করে ফেলুন।

তাহলেই কাজ শেষ।