সবাই কেমন আছেন?
আশা করি ভালো আছেন।
আজ আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা ভয়েস দিয়েই সব কিছু লিখতে পারবেন। আগে থেকেই লেখা যেত কিন্তু আগে বাংলা লেখা যেত না।
গুগল প্রতিনিয়তই হালনাগাদ করছে। তাই আমাদের এই বড় পাওয়া। এর জন্য আপনাকে Google Translator ইন্সটল করতে হবে, যাদের আগে থেকেই ছিল তাদের হালনাগাদ অর্থাৎ আপডেট করতে হবে।
তো প্লেস্টোর থেকে কাজটা করে ফেলুন।
তার পর ডাটা অন রেখে অই অ্যাপসটিতে ঢুকুন এবং বাম পাশে বাংলা সিলেক্ট করুন। ডান পাশে যে ভাষায় রূপান্তর করতে চান সেই ভাষা।
তারপর মাইক্রোফোন আইকোন টিতে ক্লিক করেন।

তারপর “বাংলা” লেখাটিতে ক্লিক করে কথা বলা শুরু করে দেন।
