Site icon Trickbd.com

আপনার সাইট বা ইউটিউব চ্যানেল এর জন্য Picsart দিয়ে তৈরি করুন সুন্দর একটি লোগো

Unnamed

আসসালামু আলাইকুম বন্ধুরা।
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌ তায়ালার রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ্‌র রহমতে আমিও ভালো আছি!
আজকে আপনাদের দেখাবো কিভাবে Picsart দিয়ে আপনার ইউটিউব চ্যানেল বা সাইটের জন্য সুন্দর একটি লোগো বানাবেন।

চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই!

At First আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে’ মোবাইলে Picsart Apps’ টি ইন্সটল করা। এপ্সটি ইন্সটল হলে বা যদি আগে থেকেই মোবাইলে থেকে থাকে তাহলে আপনি আপনার মোবাইল থেকে Picsart Apps টি ওপেন করুন। এপ্স ওপেন করার পর দেখুন (+) নামে একটি অপশন দেখা যাচ্ছে↓

(+) এ ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন।আপনি সেখান থেকে Draw নামে যে অপশন টা আছে সেটাতে Click করুন↓

. এবার Create New নামে একটি অপশন আসবে। Create New তে ক্লিক করুন↓

Create New তে Click করার পর আপনাকে Background Select করতে হবে। আপনার যে কালার পছন্দ আপনি সে কালার Background Select করুন। আমার মতে লোগো বানানোর জন্য সাদা কালারটাই বেস্ট। আমি সাদা কালার Background নিয়েছি। আপনি আপনার মতো করে কালার সিলেক্ট করবেন।

Background Select করা হয়ে গেলে ‘এবার আসি আমরা আসল কাজে। (Logo Design)

– Picsart > Text এ যান এবং আপনার সাইটের নাম বা ইউটিউব চ্যানেল এর যে নাম” সেই নামের প্রথম অক্ষর লিখুন। আমার চ্যানেল এর নাম হচ্ছে ‘Chain+Tune’ (দুইটা শব্দ)। তাই আমি শুধু C লিখলাম এবং আমার মতো করে আমি কালার + Fonts Select করলাম↓

উপরে আমি ‘Chain’ এর C লিখেছি। এবার ‘Tune’ এর T লিখবো + কালার এবং Font দিবো ↓



-এখন আমরা Draw অপশনে চলে যাবো↓

-Draw তে Click করার পর অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে আমি যে অপশনটি চিহ্ন দিয়ে দিয়েছি সেই অপশনে Click করুন↓

-লক্ষ্য করুন অনেকগুলো বৃত্ত,চতুর্ভুজ, রেখা,তির দেখা যাচ্ছে। আমি যেই চতুর্ভুজ টা লাল কালার দিয়ে চিহ্নিত করেছি সেটার উপরে Click করুন এবং নিচে দেখুন Fill নামে একটা অপশন দেখা যাচ্ছে। সেটাতে Click করে চতুর্ভুজ টা Fillup করুন↓Then (?) Ok তে Click করুন↓

-OK তে Click করার পর বাপ পাশে একেবারে নিচে দেখুন কালো কালার সিলেক্ট করা আছে। আপনি কালারটা চেঞ্জ করে লাল কালার দিন↓ এবং ‘আমাদের লেখা লোগোর প্রথম অক্ষরের নিচে একটা রেখা টানুন'(নিচের মতো করে)

-রেখা টানা হলে ‘এবার এই রেখাটাকে একটু ডিজাইন করুন↓(নিচের মতো করে)↓


-রেখা টানা হয়ে গেলে এবার টিক চিহ্নে Click করুন↓

– এখন আবার Text এ Click করে আপনার লোগোর সম্পূর্ণ নাম লিখুন এবং লেখা নামটি ‘লাল দাগের উপর বসান’↓

– বসানো হয়ে গেলে ‘ টিক’ চিহ্নে Click করুন
-এবার Tools এ Click করে Shape Crop এ Click করুন↓

-এখান থেকে আপনি গোল করে লোগো টাকে Crop করুন↓

– Crop করা হয়ে গেলে ‘ লোগো টি Save করে দিন ?

ব্যস, আমাদের লোগো বানানো শেষ।? আপনি চাইলে এইভাবে নিজের মতো করে আরো সুন্দর লোগো বানাতে পারবেন। আমি জাস্ট পদ্ধতি টা দেখিয়ে দিলাম কিভাবে লোগো ডিজাইন করতে হয়

Next পোস্টে দেখাবো কিভাবে ‘আমাদের বানানো লোগো টাকে 3D লোগোতে Convert করবো’



ততোক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন
Exit mobile version