Site icon Trickbd.com

Picsart দিয়ে তৈরি করুন আপনার সাইট/চ্যানেলের জন্য ট্রিকবিডির মতো লোগো

Unnamed

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌র রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আল্লাহ্‌ পাক যেভাবে রেখেছেন ‘অনেক ভালো আছি

যাইহোক কাজের কথায় আসি।
আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে Picsart এপ্স দিয়ে ট্রিকবিডির মতো সুন্দর একটি লোগো বানাবেন।

ইমেজটি ডাওনলোড করুন↓


প্রথমে আপনি আপনার মোবাইল থেকে এপ্সটি ওপেন করুন।ওপেন করার পর দেখুন (+) একটা অপশন দেখা যাচ্ছে সেখানে Click করুন।তারপর Edit image এ Click করে ‘উপরের দেয়া ইমেজটা আনুন↓


-ইমেজটি আনার পর Text নামে যে অপশন টি আছে সেখানে ক্লিক করে আপনার লোগোর অর্ধেক নাম লিখুন↓ এবং কালার+Font সিলেক্ট করুন↓

-এরপর Shadow নামে যে অপশন আছে সেখানে Click করে Color এ Click করুন↓ তারপর টিক দিয়ে দিন↓
– Then Draw তে Click করুন।এবং আমি যেভাবে যেটা দিয়েছি ‘ঠিক সেভাবে সেটা দিন↓

-এবার দেখুন বাম পাশে কালার সিলেক্ট করেছি। এবং ডান পাশে লাল চিহ্ন দিয়ে দিয়েছি।লাল চিহ্নের অপশনটিতে ক্লিক করুন↓

-লক্ষ্য করুন অনেক গুলো বৃত্ত তীর চতুর্ভুজ দেখা যাচ্ছে। আপনি গোল বৃত্তটার ওপরে ক্লিক করুন এবং নিচে Fill অপশনে ক্লিক করে Fill up করে দিন↓

এরপর আপনার লেখা অর্ধেক নামের পাশে সুন্দর করে বৃত্ত আকুন↓

-সেইমভাবে চতুর্ভুজ আনুন।এবং বৃত্তের পাশে আকুন↓

-এবার Ok দিয়ে দিন
-এবং Text এ Click করে আপনার লোগোর বাকি অংসটুকু লেখুন↓

-এবার Shadow অপশনে ক্লিক করে Color এ ক্লিক করুন।

-ব্যস আমাদের লোগো বানানো শেষ।এবার লোগোটাকে সেইভ করে দিন। আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি/আপনারা বুঝেছেন কিনা জানিনা।যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।