এবার আপনার প্রয়োজনীয় APP গুলোকে Password protected করে রাখেন কোন থার্ডপার্টি APP ছাড়া। চ্যালেন্জ! কেউ পসওয়ার্ড ব্রেক/ডিজেবল করতে পারবেনা।
আস্সালামুআলাইকুম!
সবাই কেমন আছেন? আমি ভালো আছি।
আশা করছি আপনারাও ভালোই আছেন।
আজ আমি আপনাদের জন্য এমন একটা ট্রিক দেব
যেটা আপনাকে স্মার্টফোন জগতের সবচেয়ে বেশি সিকিউরিটি দেবে।
আমরা জানি যে, মোটামোটি সকল
APP locker/Security App (Vault, app locker etc)
এর সিকিউরিটি ব্রেক করা যায়।
আর যারা জানেন না, তারা আমার প্রোফাইলের আগের টিউন দেখতে পারেন।
আর এখন আমি যে প্রসেস টা দেখাবো এই প্রসেসে আপনার প্রয়োজনীয়
অ্যাপগুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করবেন।
কিন্তু কোন App locker বা Vault দিয়ে নয়।
এই পাসওয়ার্ড সরাসরি আপনার অ্যাপের সাথে বিল্টইন করা থাকবে।
চলুন শুরু করছি।
অ হ্যা, এর জন্য একটা অ্যাপ লাগবে।
তবে এই অ্যাপটা পরে ডিলিট করে দেয়া যাবে।
অ্যাপটা ডাউনলোড করতে
প্রথমে অ্যাপটা ইন্সটল দিয়ে ওপেন করুন।
ওপেন করলে নিচের ছবির মত আসবে।
যে অ্যাপটা পাসওয়ার্ড প্রটেক্টেড করেত চান সেটা সিলেক্ট করেন।
এবার উপরে চিহ্নিত স্থানে অ্যাপের নাম চেন্জ করে
এবং নিচে অ্যাপের আইকন রোটেড করে মনের মত সাজিয়ে নিন।
প্রয়োজনে কালারও চেন্জ করতে পারেন।
এবার আসেন আসল কাজে। মানে এবার পাসওয়ার্ড দিব।
একটু নিচের দিকে গিয়ে (ছবির চিহ্নিত স্থানে) পাসওয়ার্ড
অন করে দিন এবং ইচ্ছা মত পাসওয়ার্ড দিন
এবার এখানে ক্লিক করে অ্যাপটি ক্লোন করে নিন
ক্লোন করা শেষ হলে অ্যাপটি ইন্সটল দিন।
ইন্সটল দিয়ে ওপেন করুন।
ওপেন করলে এমন ভাবে পাসওয়ার্ড চাইবে।
ওপেন হয়ে যাবে।
অনেক বকবক করলাম। আর পারছিনা।
এই টিউন টা করার সময় বাসায় কারেন্ট ছিলনা।
সো, বুঝেনই কত কষ্ট হয়েছে।
কোন ভুল/সমস্যা হলে টিউমেন্ট করবেন।
।
Full Credit: Zahid Hasan (Best-Author At-AmarTrick24.Com)
আমার সাইটঃ-AmarTrick24.Com